1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাউজান পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে

রাউজানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে

‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার’এই স্লোগানকে সামনে রেখে রাউজান উপজেলায় মাস ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ডিসেম্বর (রবিবার) বিকাল তিনটায় রাউজান সরকারি কলেজ মাঠে এই মেলা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র¿ নৎসাত করে দিতে হবে। এর আগে প্রধান অতিথিকে সাথে নিয়ে জাতিয় পতাকা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। সাথে ছিলেন মেলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব ও সচিব মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনের পর বিজয় মঞ্চে স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার। স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিষদের সচিব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী কমিশন (ভূমি) রিদুয়ানুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, সরোয়ার্দি সিকদার, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরো, রবিন্দ্র লাল চৌধুরী, মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, কাউন্সিলর কাজী ইকবাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, মুছা আলম খান, আওয়ামীলীগ নেত্রী সৈয়দা রেহেনা আফরোজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছির, তসলিম উদ্দিন, দিপলু দে দিপু, তপন দে, সবুজ দে ভানু, ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ। পরে বিজয় মঞ্চে উপস্থিত অতিথি ও মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে সরকার যড়যন্ত্র নৎসাতের শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট