রাউজান প্রেসক্লাবের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী বুধবার রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বক্তব্য রাখেন সিআইপি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, প্রধান বক্তা ছিলেন মানবিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, বক্তব্য রাখেন রাউজান উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন খান, পৌর কৃষক লীগের সহ সভাপতি এম.এন আছার, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন,দপ্তর সম্পাদক আমীর হামজা,অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, সংগঠক শাহারিয়ার হাসান সাকিব, মোহাম্মদ নাহিদ প্রমুখ। প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের গৌরবময় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা এসেছে। বাঙ্গালী জাতির ইতিহাস পরিপূর্ণতা পেয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে।
Leave a Reply