মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমান ও সংযুক্ত আরব আমিরাতে সফরে আছেন রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রবাসের মাটিতে সফরে গিয়েও ভুলেলনি দলের কর্মী ও দেশটিতে অবস্থানরত রাউজান প্রবাসীদের কথা। ব্যস্ত সময়ের মাঝেও কর্মীদের খবর নিতে ঠিকই ছুটে গেছেন তাদের কর্মস্থলে। নেতার এমন ভালোবাসায় বিমুগ্ধ সাধারণ কর্মী-সমর্থকরা। শুধু নিজ দলের নেতা-কর্মী নয়,
প্রবাস জীবনে সাংসদ ফজলে করিম চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত রাউজানের কয়েকলাখ প্রবাসী। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন বদলে যাওয়া রাউজানের রূপকারকে।
জমকালো আয়োজনে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি সমুজ্জল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে সকল প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কাউন্সিলর শ্রম হুমায়ুন কবির, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী সিআইপি, চট্টগ্রাম সমিতির সহ সভাপতি আশরাফুল রহমান সিআইপি, চট্টগ্রাম সমিতির ওমানের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোরশেদ আলম সিআইপি,আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আমিন, ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন চেয়ারম্যান সালাম আল মাসকারিও সহ ওমান কমিউনিটির নেতারা।
কয়েক হাজার দর্শক সে সময় উপস্থিত ছিলেন। মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা আখি আলমগীর, ন্যান্সি, ইমরান ও চিত্রনায়ক শাকিব খান।
ওমান সফরকালে দেশটির বিভিন্ন প্রদেশে ব্যবসায় সম্পৃক্ত নিজ দলের কর্মীদের পাশে ছুটে যান সাংসদ। রাউজান উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা আ জ ম রাশেদের পিতার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ খবর নেন। বাংলাদেশ আওয়ামী লীগ ওমান কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রাউজানের সন্তান মোঃ আজমগীর জানান, আমরা এ বি এম ফজলে করিম চৌধুরীর একনিষ্ঠ কর্মী। জীবন ও জীবিকার তাগিদে প্রবাসের মাটিতে অবস্থান করছি। আমাদের নেতা ওমান সফরে এসে কর্মীদের দেখার জন্য গত ৬ মার্চ আমার প্রতিষ্ঠানে ছুটে এসেছেন। এ সময় সাথে এমপির সাথে ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি এনআরবি সি আই পি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সি আই পি, রাউজান সমিতি ওমানের সাধারণ সম্পাদক এনআরবি সি আই পি সংগঠনের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ, রাউজান উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা আ জ ম রাশেদ, রাউজান সমিতির দুবাইয়ের সভাপতি খোরশেদ জামান, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজ্জাদ আমিন রনি। প্রিয় নেতার এমন ভালোবাসা দেখে আমরা কর্মীরা আপ্লূত হয়েছি। তিনি যে সত্যিকারের কর্মীবান্ধব সেটি ব্যক্তিগত সফরে এসেও আবারো প্রমাণ করেছেন। এমন নেতার কর্মী হতে পারাটা আমাদের জন্য গৌরবের।
ওমানের মাটিতে কয়েকদিন অবস্থানকালে চট্টগ্রাম সমিতি ওমান, ওমানে বাংলাদেশ স্কুল পরিদর্শন,বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসীদের আয়োজনে বেশ কিছু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাংসদ ফজলে করিম চৌধুরী। তিনি যেখানেই গেছেন দেশটিতে কর্মরত রাউজান প্রবাসীরা এক নজর প্রিয় নেতাকে দেখতে ছুটে গেছেন।।
ওমান সফর শেষে সাংসদ ফজলে করিম চৌধুরী সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী লীগ, আরব আমিরাতে অবস্থানরত নোয়াজিশপুরবাসীর মিলনমেলাসহ প্রবাসী নেতৃবৃন্দের আয়োজনে সংবর্ধনা, মিলনমেলা ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন
Leave a Reply