রাউজানে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৬জুন) বিকালে রাউজান পৌরসভা সম্মেলন কক্ষে কেক কাটাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার রাউজান প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আসিফ, মো. তারেক চৌধুরী, তানভীর হোসেন চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, নকিব সিদ্দিকীসহ আরও অনেকে।
Leave a Reply