1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

রাউজানে ১১০ হেক্টর জমিতে কলা চাষ-কৃষক সাজ্জাদের ছয়’শ কলাগাছে ঝুলছে কলার ছড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

রাউজানে সাগর কলা বাগান করে স্বাবলম্বী বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছেলে কৃষক সাজ্জাদ হোসেন।কম খরচে ভালো ফলন ও লাভজনক হওয়ায় ডাবুয়া খালের চর রোয়াইঙ্গা বিল এলাকায় আড়াই একর জমিতে কলা চাষের বাগান গড়ে তিনি।সরেজমিনে দেখা গেছে, আড়াই একর জমিতে রোপন করা প্রায় ছয়শত সাগর কলাগাছে ঝুলছে কলার ছড়া। কৃষক সাজ্জাদ হোসেন জানান, দেড় লাখ টাকা খরচ করে আড়াই একর জমিতে ৬শ কলার চারা রোপণ করেছি।চারা রোপণের কয়েক মাস পর প্রতিটি কলা গাছে ফলন এসেছে।এখন সব গাছে ঝুলছে কলার ছড়া। এ বাগান থেকে প্রায় ৩লাখ টাকার কলার ছড়া বিক্রি করতে পারবো বলে আশা করছি। আমার এই সফলতা দেখেই কলা চাষে ঝুঁকছে অন্য কৃষকরাও। জানা যায়, সাগর কলার চারা একবার রোপণ করলে পুনরায় তা আর রোপণ করতে হয় না।গাছের কলার ছড়া ও গাছ কেটে ফেলার পর ওই গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায়। বর্তমানে বড় সাগর কলার ছড়া ৪০০-৫০০ টাকা,মাঝারি কলার ছড়া ২৫০ থেকে ৩০০ টাকা বিক্রি হয়।পাইকারী ব্যবসায়ীরা বাগানে এসে কলার ছড়া কিনে নিয়ে যায়।রাউজান উপজেলা কৃষি অফিসের সূত্র মতে, এই উপজেলায় ১১০ হেক্টর জমিতে কলা চাষ করেছেন কৃষকেরা।এরমধ্যে হলদিয়া- ডাবুয়া ইউনিয়নে ৩৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।এছাড়া চিকদাইর, নোয়াজিষপুর,সর্তা খালের চর, হালদা নদীর চর ও রাউজান পৌর এলাকায় সাগর কলা চাষ হয়েছে বেশি।স্বল্প খরচে কলা চাষ লাভজনক হওয়ায় চাষিরা কলা চাষে করেছে। এখন রাউজানের সাগর কলা রাউজানসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গা পাইকারী ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে কিনে নিয়ে যাচ্ছেন। কলা চাষে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট