1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল 

রাউজানে বেলুন উড়িয়ে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করছেন কৃষি মন্ত্রী ড. আবদুল রাজ্জাক।

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই হাজার ২৩ সালে ২৩ লাখ চারা লাগানোর কর্মসূচির অংশ হিসাবে রাউজানে পাঁচ লাখ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, টানা ৯০ দিন হরতাল করেছিল বিএনপি। এখন ভয় দেখাচ্ছে আবার হরতাল করবে তারা। হরতালের নামে জ্বালাও পোড়াও করলে বিএনপির এসব নৈরাজ্য মোকাবিলা করবে পুলিশ প্রশাসন। বিএনপিকে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের নেতাকর্মীরা সুসংগঠিত। প্রশাসনের পাশা পাশি মাঠে থাকবে দলীয় নেতাকর্মীরা। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করবে এমন কোনো শক্তি নেই। সংবিধানের আলোকে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনা অধিনে। আমাদের সকল অর্জনকে ধরে রাখতে হবে। জনগনের সরকার ও উন্নয়নের সরকারকে আবারো ক্ষমতায় আসতে হবে।
সোমবার (১৭ জুলাই) রাউজান সরকারি কলেজ মাঠে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র উদ্যোগে পাঁচ লাখ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুর ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ প্রমুখ। সকাল সাড়ে দশটায় মন্ত্রী জেলা পরিষদের ডাক বাংলোতে রাউজান থানা পুলিশের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন। সেখান স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে একটি বৃক্ষ চারা রোপণ করেন। পরে রাউজান পৌরসভার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গণ পাঠাগার ও বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন তিনি। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট