রাউজানে দু’নলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ মো. আলমগীর (৩৫) ও ইমতিয়াজুল হক কিরণ (২৮) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুলাই রাতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তাদের গ্রেফতার করেন রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিশখান পাড়াস্থ ভাঙ্গাহাট এলাকার জুনু সওদাগরের দোকান থেকে। আটক হওয়া আলমগীর রাউজান ইউনিয়নের হরিশখান পাড়া এলাকার নুরুল আলমের পুত্র ও আটক হওয়া কিরণ ডাবুয়া ইউনিয়নের উত্তর হিঙ্গলা গ্রামের মমিনুল হকের পুত্র। দুই জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিছে পুলিশ। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানিয়েছেন, সন্ত্রাসী আলমগীরের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে আরও তিনটি ও কিরণের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে রাউজান থানায়।
Leave a Reply