মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা- ‘প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক লোকমান হাকিম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…. রাজিউন)। ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ৭ টায় কুমিল্লাস্থ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজী পাড়া গ্রামের মরহুম বদিউর রহমান সওদাগরের জৈষ্ট্য সন্তান ও নিরাপত্তা বিশ্লেষক সাবেক সেনা কর্মকর্তা মেজর এমদাদুল হক ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের বড় ভাই। জানা যায়, সমাজ হিতৈষী বহুমাত্রিক কর্মবীর অধ্যাপক লোকমান হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় অনার্স- মাস্টার্স ডিগ্রি লাভ করে ১৯৭০ সনে শিক্ষাজীবনের ইতি টানেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। পাশাপাশি এনায়েত বাজারস্থ চট্টগ্রাম মহিলা কলেজেও তিনি শিক্ষকতা চালিয়ে যান । সত্তরের জাতীয় নির্বাচনে দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তী সময়ে তিনি স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন । স্বাধীনতা পরবর্তীকালে তিনি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। তিনি রাউজান উপজেলায় বিভিন্ন গ্রামমুখী উন্নয়ন কার্যক্রম যথা আদর্শ গ্রাম প্রকল্প, তেভাগা প্রকল্প যা জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং ভূমিহীন কৃষকদের তদারকী ঋণ প্রকল্প পরিচালনা করেন। অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর নেতৃত্বে দেশ উন্নয়ন কাজে একনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়ে পড়ার কারণে তিনি মুক্তিযোদ্ধাদের বিশেষ সুপিরিয়র সার্ভিসে যোগ দেননি। তিনি ১৯৭৬ সনের প্রথমদিকে ভারতে তিন মাসব্যাপী গ্রাম উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ৭৬-৭৭ সনে সোভিয়েত ইউনিয়নে সমবায়ের উপর ডিগ্রি নেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা- ‘প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে যোগদেন। গ্রামমুখী দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকাকালে তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ সমর্থিত যাত্রিক-এর সভাপতি ছিলেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শহীদুল্লা হল ছাত্রলীগের সভাপতি ছিলেন । জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তিনি ১৯৭৩-৭৮ সন পর্যন্ত রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৪৫ সনের জানুয়ারিতে চট্টগ্রামের রাউজানে হাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । ব্যক্তিজীবনে তিনি দু’ছেলে ও দু’মেয়ের জনক। দু’ছেলেই ইঞ্জিনিয়ার। একজন অস্ট্রেলিয়ায় এবং অপরজন দেশে এলজিইডিতে কর্মরত রয়েছে । মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক লোকমান হাকিমের মৃত্যুতে রাউজান জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেল পথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
Leave a Reply