চট্টগ্রামের রাউজানে বন্যায় ক্ষতবিক্ষত হয়েছে সড়ক ও বীজতলা। টানা ভারী বর্ষণ ও উজান থেকে পাহাড়ী ঢলের শ্রোত নাকাল অবস্থা উপজেলার বিভিন্ন সড়ক।গতকাল ১০ আগষ্ট বৃহস্পতিবার রাউজানের উচু এলাকা থেকে বন্যার পানি কমলেও নিম্মঞ্চলে এখনো পানিতে ডুবে রয়েছে। রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের জানালী হাটের পশ্চিম পাশে ডাবুয়া খালের ভাঙ্গনে ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির সড়ক বিধস্ত হয়ে পড়েছে। জানা যায়, পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে ভাঙ্গনের কবলে পড়েছে ডাবুয়া খাল, খাশখালী খাল, কলমপতি খাল, রাউজান খাল, মুকছড়ি খাল, হরনাথ ছড়া খাল, ভোমর ঢালা খাল, কেউচিয়া খাল। এসব খালের পানি প্রবাহিত হয়ে বসতবাড়ী, সড়ক ও জমির ফসল ব্যাপক ভাবে ক্ষয় ক্ষতি হয়। পুকুর জলাশয় ডুবে কোটি কোটি টাকার মাছ পানিতে ভাসিয়ে নিয়ে যায়।রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, বন্যায় রাউজানের জনগনের চলাচলের সড়ক সহ প্রধান প্রধান সড়ক ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পারিমান নির্ধান করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো বেশীর ভাগ সড়ক পানিতে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা সম্ভব হয়নি।রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, রাউজানে এক হাজারের বেশী পুকুর জলাশয় পানিতে ডুবে কোটি কোটি টাকার মাছ পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরীর কাজ চলছে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, বন্যায় রাউজানে ব্যাপক ক্ষতি হয়েছে । এখনো নিম্মঞ্চল পানির নিচে তলিয়ে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। পানি নেমে গেলে সর্ম্পূণ ভাবে ক্ষয়ক্ষতির তালিকা করা যাবে।
Leave a Reply