1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল 

রাউজানে ১২ দিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী (স.)মাহফিল অনুষ্টিত

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্টাতা মরহুম আলহাজ্ব আব্দুল ওহহাব বিএ বিএড মাইজভান্ডারি (রাহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে ১২ দিন ব্যাপী ১২ তম আজিমুশশান নূরানি মাহফিল পহেলা রবিউল আওয়াল থেকে ১২ রবিউল আওয়াল পর্যন্ত কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী হলরুমে অনুষ্টিত হয়েছে।এম আব্দুল ওহহাব বিএ বিএডের বড় সন্তান আলহাজ্জ এন এম বদরুদ্দীন মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ও বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্জ আল্লামা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর ও মাওলানা শহিদুল্লাহ ভান্ডারীর যৌথ সঞ্চালনায় প্রথম দিবসে ত্বকরির করেন সহ-সুপার মাওলানা কাজী ওমর ফারুক আজমি।২য় দিবসে সিএনজি সমিতির ব্যবস্থাপনায় মাহফিলে তকরির করেন আলহাজ্জ আল্লামা মুফতি সৈয়্যদ হাসান মোরাদ কাদেরী।৩য় দিবসে তকরির করেন মাওলানা রাশেদুল করিম কাদেরী।৪র্থ দিবসে তকরির করেন আল্লামা মুফতি কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারী।৫ম দিবসে তকরির করেন মাওলানা আবুল বশর ভান্ডারী।৬ষ্ট দিবসে তকরির করেন আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী।৭ম দিবসে তকরির করেন মাওলানা আমিনুল ইসলাম কাদেরী ও মাওলানা জিয়াউদ্দিন কাদেরী।৮ম দিবসে তকরির করেন আলহাজ্জ আল্লামা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর ও মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী।নবম দিবসে তকরির করেন মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়বুর রহমান ভান্ডারী।১০ম দিবসে প্রধান মেহমান ছিলেন মাইজভান্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্জ আল্লামা নূরুল ইসলাম ফোরকানি(মা.জি.আ)।তকরির করেন ইহরাম হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আলআযহারি।শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সেলিম জাহাঙ্গীর।ওয়াজ করেন গহিরা কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মোহাম্মদ সালাহ উদ্দীন আলকাদেরী,মাওলানা ইলিয়াছ হোসাইনী,মাওলানা তানজিদ হোসাইন মাইজভান্ডারী।এতে উপস্থিত ছিলেন আহলা দরবারের ছাহেবজাদা সৈয়্যদ নজরুল ইসলাম কলন্দরী, মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক এন এম বদরুদ্দীন মাইজভান্ডারী,আওয়ামীলীগ নেতা এস এম বাবর,হক কমিটির কেন্দ্রিয় সদস্য এস এম মহিবুল্লাহ, আলহাজ্জ আ ন ম শফিউল বশর,সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌঃ,মাস্টার ফরিদুল আলম,পটিয়ার মাওলানা আবু বকর খাঁন,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,হক কমিটির কেন্দ্রিয় সদস্য মামুন মিয়া প্রমুখ।১১তম দিবসে তকরির করেন আলহাজ্জ আল্লামা আবু আহমদ আল-আজহারী।২৭ সেপ্টেম্বর বুধবার সন্দ্যায় ১২তম সমাপনি দিবসে প্রধান মেহমান ছিলেন গর্জনিয়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্জ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ)।তকরির করেন মাওলানা কুতুব উদ্দিন হাসনাবাদী,শায়ের মাওলানা রায়হান উদ্দিন।প্রতিদিন নাতে রাসূল (স.) ও কালামে মাইজভান্ডারি পরিবেশন করেন মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা হাফেজ মুঃ মিজান,মাওলানা জিয়াউদ্দিন।সমাপনী দিবসে আলহাজ্জ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ) আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট