জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন রাউজান পৌর ছাত্রলীগ । বৃহস্পতিবার (০৪ ঠা জানুয়ারি) রাউজান সদর জলিল নগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন,সাবেক ছাত্রনেতা সাংবাদিক প্রদীপ শীল। সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির তালুকদার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ,বেলাল হোসেন সিফাত, ইমরান হোসেন জীবন, আরফাতসহ ছাত্র লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply