চট্টগ্রামের রাউজানে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই মোঃ সোহাগ আলম (৫০) খুন হয়েছেন। (১৫-মে) বুধবার রাতে দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের খান পাড়া গ্রামের মমতাজের বাড়িতে। নিহত সোহাগ ঐ এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহাগ মিয়ার স্ত্রী গুলিয়ানা আক্তার ও তাঁর সৎ ভাই শাহেদ এর স্ত্রী কোহিনুর আক্তার। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।
নিহতের স্ত্রী গুলিয়ানা আক্তার জানান, গত এক বছর ধরে তাঁর ভাসুর সোনা মিয়া সঙ্গে তাঁর স্বামী নিহত সোহাগের একটি পারিবারিক মামলা নিয়ে বিরোধ চলছিল। বুধবার ওই মামলার আদালতে স্বাক্ষী ছিলো। বিকালে আদালত থেকে আসার পর আমার ভাসুর সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দা-ছুরি নিয়ে হামলা চালায়। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই সোনা মিয়া ধারালো ছুরি দিয়ে আমার স্বামীকে তাঁর কক্ষে আঘাত করতে থাকে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সোহাগকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে তিনি মারা যান।স্থানীয় ইউপি সদস্য জানে আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে মামলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে। এ ব্যাপারে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন বলেন, ১৫ মে বুধবার আদালতে একটি মামলার শুনানি শেষে বাড়ি ফিরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই সোহাগকে আঘাত করতে থাকে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জাবেদ মিয়া বলেন, ঘটনাস্থল থেকে সোনা মিয়া, তাঁর স্ত্রী, ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে সোনা মিয়া ও তার স্ত্রী-ছেলে তারেককে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।
Leave a Reply