1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শবে মেরাজ আজ রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ

রাউজানে বাবার বিক্রয়কৃত জায়গা ছাড়তে চায়না পুত্র

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানে জায়গা জমির বিরোধ বৃদ্ধি পেয়েছে। ঢিলেঢালা প্রশাসনের দায়িত্ব পালনের সুযোগে দখল বেদখল অভিযোগ পাওয়া গেছে। তেমনি রাউজানে বাবার বিক্রি করা বসতভিটের ঘরে ভাড়াটিয়া হিসেবে থাকার পর দখল দারিত্ব ছাড়ছে না ছেলে। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা জায়গা থেকে আগে ভাড়া পেলেও গত তিনমাস ধরে ভাড়া প্রদান বন্ধ করে দেওয়ায় হতাশ দুই ক্রেতা। ঘটনাটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর গ্রামের সুভাষ মেম্বারের বাড়ীতে। ভুক্তভোগী পূর্বগুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের অজিত কুমার চৌধুরীর ছেলে স্বরুপানন্দ চৌধুরী এবং কদলপুর গ্রামের মানচি পাড়ার প্রয়াত হাজী বশির আহমদের ছেলে মোহাম্মদ হাসেম আজাদ। জানা যায়, গত ২০১০ সালে তৎকালীন মৌজা মূল্যে ২৭ লাখ ২৫ হাজার টাকায় পাকা বসতঘরসহ ৩৬ শতাংশ জায়গা বিক্রয় করেন কদলপুর ইউনিয়নের মৃত সতীশ চন্দ্র ভট্টচার্য্যের ছেলে মৃদুল কান্তি ভট্টচার্য্য। ক্রেতা স্বরুপানন্দ চৌধুরী ও মোহাম্মদ হাসেম আজাদ বলেন, আমরা দুইজন রেজিস্টারি বিক্রয় কবলামূলে ক্রয় করে নামজারি সৃজন করে বিক্রেতার ছেলে কনক ভট্টাচার্য্য ও ঝিনুক ভট্টচার্য্য নামে দুই ভাইকে মাসিক ভাড়া চুক্তিতে থাকার সুযোগ দিয়েছিলাম। বছরের পর বছর ভাড়া প্রদান করে বসবাস করলেও গত তিনমাস আগে হঠাৎ ভাড়া প্রদান বন্ধ করে দেয়। এরপর থেকে দখল দারিত্ব ছাড়বে না মর্মে জানিয়ে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিতে থাকেন। মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। অভিযুক্ত ঝিনুক ভট্টচার্য্যকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমার পিতা জায়গাটি বিক্রি করেছে জেনে আমরা অতভম্ভ হয়েছি। যদি বিক্রি সঠিক হয় আমরা এখন কোথায় যাবো। জায়গার উপর পাকা বাড়ি করেছি। আমার চাওয়া তাদের সাথে সামাজিক ভাবে বসে একটি সমঝোতা হোক। তিনি বলেন, আমরা ভাড়াটিয়া হিসাবে বসতি করছি কথাটি সঠিক নয়। আমি আমার পৈত্রিক ভিটায় ঘর করে বসবাস করছি। প্রয়োজনে আমি কিছু ক্ষতিপূরণ দিয়ে পৈত্রিক ভিটা রক্ষা করতে চাই।ঝিনুক ভট্টচার্য্যরে ছোট ভাই কনক ভট্টাচার্য্য বলেন, অল্প টাকায় আমার বাবা থেকে জায়গাটি ক্রয় করেন স্বরুপানন্দ ও হাসেম আজাদ। তারা দুইজন আমাদের নানা ভাবে হুমকীতে রেখেছে। তারপরও আমরা একটি সুষ্টু সমাধান চাই। বসতবাড়ি রক্ষ করতে কিছু টাকা দিয়ে হলেও সমাধানে পৌঁছাতে চাই। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট