1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে রাউজান সদর ইউনিয়নের খানখানাবাদ সড়ক উদ্বোধন  রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকতে শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

রাউজানের মহামুনি গ্রামে ডাকাতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাজী জয়নাল আবেদীন,
আপনারা কিছু লিখিয়েন না,পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দিবে কে? যা হওয়ার হয়েছে আমরা পুলিশকে জানাব না।২২ জুলাই (মঙ্গলবার) বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের রাউজানে ডাকাতিতে আক্রান্ত পরিবারের ষাটোর্ধ গৃহকর্তী মিতা বড়ুয়া ভয়ে-আতঙ্কে করজোড় মিনতি করে সংবাদ সংগ্রহ করতে যাওয়া প্রতিবেদককে সংবাদ প্রচার না করার জন্য অনুরোধে এসব কথা বলেন।গত সোমবার দিবাগত রাত দেড়টা হতে সাড়ে ৩ টা পর্যন্ত রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের যোগেন্দ্র আরাম বিহার সংলগ্ন মৃত সুদর্শন বড়ুয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।চারদিকে পাকা সীমানা প্রাচীরে ঘেরা পাকাভবনে বাড়িতে থাকেন গৃহকর্তী মিতা বড়ুয়া, তার এক পুত্রবধু ও দুই নাতি। বড় ছেল স্বপরিবারে ফ্রান্সে এবং ছোট ছেলে চাকরির সুবাদে নগরীতে থাকেন। অতীতে কোন চুরির ঘটনা না ঘটলেও এবার ডাকাতিতে আক্রান্ত হলেন পরিবারটি।গৃহকর্তী মিতা বড়ুয়া বলেন, রাত দেড়টার দিকে আমার কক্ষে ৮জন একটি দল প্রবেশ করে আমার হাত-পা, মুখ বেঁধে ফেলে। আমাকে বলে ওয়ান ব্যাংক হতে যে এক লাখ টাকা তুলে এনেছ এগুলো দাও। আমাদের কাছে তথ্য আছে। আমাকে কিছু বলতেও দিচ্ছে না। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। আমার ছেলের বৌয়ের কক্ষেও ৮ জন প্রবেশ করে। তারা আমার নাতিকে তুলে আছড় দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাদের বললাম যা যা লাগে নিয়ে যান আমার নাতিকে মারবেন না। তার সাড়ে তিনটা পর্যন্ত ঘরে অবস্থান করেন। পরে আমাকে ঘর হতে টেনে বের করেন। আমি মনে করেছিলাম আমাকে মেরে ফেলবে।পরে আমার ছেলের বৌয়ের কক্ষে নিয়ে দরজা বন্ধ মোবাইল গুলো নিয়ে চলে যায়। যাওয়ার সময় বলেন,পুলিশকে জানালে পরে এসে মেরে ফেলব। আমার ছেলে ঘরে থাকলে তাকে মেরে ফেলত তারা। পরে ভোর ৪টার দিকে জানালা দিয়ে বিহারের ভান্তেকে ডেকে বলি আমার ঘরে ডাকাত পড়েছে। আমার ভাই, মেয়ের জামাইকে একটু খবর দিন।ডাকাত দল কি নিয়েছে জানতে চাইলে, ঘরে ডাকাত ঢুকলে কি খালি হাতে যায়? কি নিয়েছে তা আমি বলব না। পুলিশকেও জানাব না।গৃহকর্তীর ভাই মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া বলেন, আমার বোনের ঘরে কোন পুরুষ নেই।আগে কখনও চুরি-ডাকাতি হয় নি।এবার ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালঙ্কার,মোবাইলসহ নানা জিনিস পত্র নিয়ে যায়।ঘটনাস্থল পরিদর্শনে আসা পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি বলেন,একলা ঘরে ডাকাত ঢুকে নানা জিনিসপত্র নিয়ে যায়। কি কি নিয়েছে তা গৃহকর্তী প্রকাশ করতে অপারগতা প্রকাশ করছে। পরবর্তী ডাকাতি ও জীবনের নিরাপত্তার ভয়ে তারা পুলিশ কেইস করবেন না।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন,আমাদের কেউ মৌখিক কিংবা লিখিতভাবে অভিযোগ করেন নি।এইমাত্র আপনার কাছ থেকে সংবাদ পেয়েছি। আমাদের পুলিশের একটিদলকে ঘটনা পরিদর্শন ও তদন্তের জন্য প্রেরণের ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট