1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা  মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

দুর্গম পাহাড়ে রাউজান থানা পুলিশের টহল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দুর্গম পাহাড়ে টহল জোরদার করেছে রাউজান থানা পুলিশ৷ বুধবার, ২৩ জুলাই বিকালে রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের দুর্গম পাহাড় টিলায় টহল দেয় পুলিশ।এই টহলে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া৷ রাউজান থানা সূত্র মতে,গত ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে রাজনৈতিক সহিংসতাসহ নানা কারণে সংঘটিত ১৩টি হত্যা মামলা রুজু হয়েছে। এরমধ্যে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে ঘটেছে -৬টি হত্যাকাণ্ড। এছাড়া পারিবারিক কলহের জের ধরে -২ জন এবং অন্যান্য কারণে ৫ জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি মামলায় জড়িত ৩১জনকে গ্রেফতার করা হয়েছে।তাছাড়া আদালতে আত্মসমর্পন করেছেন ১০ জন। তৎমধ্যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ৩ জন। এদিকে রাউজান থানার ওসি মনিরুল ভূইঁয়া বলেন হত্যাকাণ্ডে জড়িত আসামীদের গ্রেপ্তার, কিশোর গ্যাং রোধসহ অপরাধ তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশি টহল এবং অভিযান জোরদার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকালে ওসি মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে দুর্গম পাহাড়ে পুলিশের একটি টিমকে টহল দিতে দেখা যায়। এর আগে রাউজান থানা থেকে একদল সশস্ত্র পুলিশ নিয়ে বের হন ওসি মনিরুল ইসলাম।রাউজান পৌরসভার জলিল নগর হয়ে রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের পাহাড়ী অঞ্চলে এবং বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন,রাউজানে ৫ আগস্ট পরবর্তী ১৩টি হত্যা মামলা রুজু হয়েছে।এসব মামলায় ৩১জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধীরা পাহাড়ে অবস্থান করে গুপ্ত হত্যাকাণ্ড ঘটানোর কারণে অশান্ত হয়ে উঠা রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ কর্মকান্ড রোধ এবং জনগণের শান্তি নিশ্চিতকল্পে এসপি সাইফুল ইসলামের নির্দেশনায় টহল ও অভিযান অব্যাহত রাখা হয়েছে। এরই অংশ হিসেবে পাহাড়ের গহীন অরণ্যে টহল দেওয়া হয়। অপরাধীদের গ্রেপ্তারে জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট