1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা  মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

রাউজানে বিএনপির দুই নেতার রক্তাক্ত সহিংসতা তদন্তে কেন্দ্রীয় কমিটি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার ঘটনা তদন্ত করবে বিএনপির কেন্দ্রীয় কমিটি। ৩১ জুলাই বৃহস্পতিবার বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাউজান বিএনপিতে সংগঠিত ঘটনা তদন্তে দায়িত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালকে । দলীয় স্মারক সম্বলিত স্বাক্ষরে প্রেরিত এক চিঠিতে তিনি এই তদন্তের দায়িত্ব প্রদান করেন। রুহুল কবির রিজভীর চিঠিটি হুবহু তুলে ধরা হলো। প্রতি, জনাব আজিজুল বারী হেলাল। তথ্য ও গবেষণা সম্পাদক, জাতীয়তাবাদী দল- বিএনপি। বিষয় : তদন্ত প্রসঙ্গে। জনাব শুভেচ্ছা রইল, কয়েকমাস যাবত চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার বিষয়ে সরজমিনে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দলের নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে জমা দেওয়া জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি। এডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। উল্লেখ, গত ২৯ জুলাই সদ্য বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক গোলাম আকবর খোন্দকার রাউজানে দলের প্রয়াত সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদের কবর জিয়ারত করতে যাওয়ার পথে তাঁর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ হামলা ও সংঘর্ষের জন্য দায়ী করা হয় বিএনপির সদ্য স্থগিত করা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে। গোলাম আকবরের দাবি গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে তাঁর অনুসারীরা পূর্ব পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। হামলা ও সংঘর্ষের এক পর্যায়ে দুই গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সংঘর্ষটি রক্তক্ষয়ী প্রতিহিংসায় রূপ নেয়। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৫০ আহত ও গোলাম আকবর সহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। ভাংচুর করা হয়েছে গোলাম আকবর খোন্দকার ব্যবহৃত পাজেরো জীপ ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় চারটি মোটর সাইকেল। এ ঘটনায় বিব্রত বিএনপির কেন্দ্রীয় কমিটি। ঘটনার পরপর বিলুপ্ত করা হয় উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি। স্থগিত করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের পদ ও প্রাথমিক সদস্য পদ। ৩০ জুলাই ঢাকায় সাংবাদিক সম্মেলন করেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি দলের পদ স্থগিতের প্রেরিত চিঠিকে প্রেমপত্র উল্লেখ করে বলেছেন, দলীয় সিন্ধান্ত আমি মেন নিয়েছি, তবে এটা ষড়যন্ত্রের অংশ। দল যেদিন ভুল বুঝতে পারবে, সেদিন আমাকে স্থগিত করা পদ ফিরিয়ে দিবেন। একইদিন চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে গোলাম আকবর খোন্দকার সমর্থিত রাউজান উপজেলা বিএনপি। তাদের দাবী গোলাম আকবর খোন্দকারকে পরিকল্পিত ভাবে হত্যা করতে এ হামলা চালিয়ে গিয়াস কাদের। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট