1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদে মাসিক কার্ডদারী পরিবার মাঝে চাল বিতরণ রাউজানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ও আলোচনা সভা অনুষ্ঠিত রাউজানের ৬ হাজার শিক্ষার্থী পেল প্রবাসী জসিম উদ্দিনের শিক্ষা বৃত্তি নোয়াজিষপুর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাউজানে ১ হাজার লিটার চোলাই মদসহ আটক ২ রাউজানের ঐতিহাসিক ২৫তম জশনে জুলুস অনুষ্ঠিত  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-১’র মহিলা কমিটি গঠন তরুণদের যে কোন কিছুর বিনিময়ে স্বাধীনতা রক্ষা করতে হবে- গিয়াস কাদের  রাউজানে গাউসিয়া কমিটির জুলুসে নবী প্রেমিকের ঢলঃ সমতার সমাজ গড়ে তোলার প্রত্যয় হালদা নদীতে রাত্রিকালীন অভিযানে ৩১০০ মিটার চরঘেরা জাল জব্দ

রাউজানের ৬ হাজার শিক্ষার্থী পেল প্রবাসী জসিম উদ্দিনের শিক্ষা বৃত্তি

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ১১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি-২০২৫ প্রদান করেছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন। ১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের অর্থায়নে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ রফিক।প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা ফরিদুল ইসলাম আনসারী ও সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় ভিডিও কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন।
এতে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি ও নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার অংছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া, রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, ফাউন্ডেশনটির পরিচালক মোখতার আহমদ, আবু তাহের, ইয়াসিনুল হক, ফারুকে আজম, সরোয়ার হোসাইন, আহমদুল হক, খসরুল আমিন চৌধুরী, ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন গহিরা কলেজ অধ্যক্ষ আবু রায়হান, ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী,ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন, পূর্ব গুজরা মুহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী,রাউজান উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক জামাল শাহ,গহিরা স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হক, রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নাদিয়া ইসলাম প্রমুখ।এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি,রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ ও ব্যাংক কার্ড প্রদান করা হয়।ফাউন্ডেশন সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় উপজেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি কলেজ ও ৩৫ মাদ্রাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বেতন, পরীক্ষার ফিসহ যাবতীয় শিক্ষার খরচ বহন করবে এ ফাউন্ডেশন। এছাড়াও জসিম উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের সুবিধাভোগী শিক্ষার্থীদের থেকে এইচএসএসি এবং আলিম পরীক্ষায় সারা রাউজানে সর্বোচ্চ বেশী নম্বর পাওয়া শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার সহায়তার জন্য ৩ লাখ টাকা,২য় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ২ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ১ লাখ এবং এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ২ লাখ টাকা, ২য় সর্বোচ্চ নম্বর পওয়া শিক্ষার্থীকে দেড় লাখ টাকা এবং সর্বোচ্চ তৃতীয় নম্বর পাওয়া শিক্ষার্থীকে ১ লাখ টাকার এক কালিন বৃত্তি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট