রাউজানের জলিলনগর আপন বাড়ি রেস্তোরাঁর সামনে সড়ক ও চলাচলের পথ ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সেখানে ভাজাপোড়া খাবারের দোকান থেকে শুরু করে ফুসকা,চটপটি দোকান,ফলের দোকান, ছোট ছেলেদের জামা কাপড়ের দোকানসহ বিভিন্ন খাবারের দোকান গড়ে তোলা হয়েছে। এতে চলাচলের ভোগান্তিতে পড়েন পথচারীরা। সরেজমিনে দেখা গেছে, রাউজান সদর জলিলনগর এলাকায় পথচারীদের চলাচলের পথ দখল করে ১০-১২টি খাবারের দোকান বসানো হয়েছে। ভ্যানগাড়ি বানিয়ে করছেন ব্যবসা। ফুটপাত দখলের কারণে পথচারীদের হাঁটাচলার জন্য কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে পথচারীদের সড়ক দিয়েই চলাচল করছেন। অপরদিকে রাঙামাটি মহাসড়কের উপর যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্টি হচ্ছে যানজট,প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফুটপাত দখল করে বসা দোকানগুলোতে বিকেল-সন্ধ্যাপর্যন্ত ভিড় থাকে। সারিবদ্ধভাবে থাকা এসব ভাসমান দোকানপাট থেকে পৌরসভার ইজারাদার নাম ভাঙিয়ে এক শ্রেণির চাঁদাবাজ প্রতিদিন ৫০-১০০ টাকা হরে চাঁদা আদায় করেন। ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, স্থানীয় নেতাকর্মীদের ম্যানেজ করে এখানে দোকানপাট করা হয়েছে। প্রতিদিন আমাদের কাছ থেকে দোকান প্রতি ৫০ টাকা করে নেয়।এছাড়াও রাউজান ফকির হাট, থানা রোড, মুন্সিরঘাটা এলাকায়ও দোকানের বাহিরে জিনিসপত্র এনে ফুটপাত দখল করে রেখেছে ব্যবসায়ীরা। এসব দেখার কেউ নেই, মাঝেমধ্যে প্রশাসনের অভিযান পরিচালনা করে চলে যাওয়ার পর আবারও সড়ক দখল করে বসে।স্থানীয় মোহাম্মদ রাশেদ বলেন, জলিলনগর এলাকায় ফুটপাত দখল করে যেভাবে ব্যবসা বাণিজ্য করছে,এতে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হয়। ফুটপাত দখলমুক্ত করার জন্য পৌর প্রশাসকের দৃষ্টি কামনা করছি। এবিষয়ে রাউজান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, হাট-বাজার থেকে ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply