রাউজানের কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় তারা কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমান ও উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম আকবর খোন্দকারের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ সভাপতি আবছারুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী, কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবছার দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, কদলপুর সমাজ কল্যাণ সমিতি দুর্গা মন্দিরের সভাপতি তরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আশীষ চক্রবর্তী, কদলপুর দাশপাড়া মিতালি সংঘের সভাপতি ঝুমুর দাশ, সাধারণ সম্পাদক নিখেল দাশ, প্রভাত দাশ, পল্লী উন্নয়ন সমিতি সার্বজনী দুর্গা মন্দিরের সভাপতি সাগর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক চন্দ্রশীল ভট্টাচার্য, ধীরেন্দ্র লাল মহাজন বাড়ি সার্বজনী দুর্গা মন্দিরের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রতন ভট্টাচার্যসহ অনেকেই।
Leave a Reply