1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাউজান পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাউজান পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গা পূজায় অতত্র প্রহরী হিসাবে পাঁদিন ব্যাপী অক্লান্ত সহযোগিতা করায় রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাউজান পূজা উদযাপন পরিষদ ও রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। জানা যায়, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি মুন্সিরঘাটা দলীল কার্যালয়ের সামনে একটি মনিটরিং সেল গঠন করে অস্থায়ী কার্যালয় স্থাপন করেন। একই সাথে ইউনিয়ন ভিত্তিক ও পৌরসভা এলাকার ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাধ্যমে কমিটি গঠন করা। গঠিত কমিটি আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি রাত দিন পূজা মণ্ডপের নিরাপত্তা ও সুশৃঙ্খলতার দায়িত্ব পালন করে বিএনপির নেতৃবৃন্দরা। যার কারণে এবার রাউজানে নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীর শারদীয় দুর্গা উৎসব পালন করেছে। কোন প্রকার সহিংসতা ছাড়াই রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে শেষ হয় শারদীয় দুর্গা পূজা। দল মত নির্বিশেষে এই শারদ উৎসবে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজিব ও সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা সাবের সুলতান কাজল জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় শারদীয় দুর্গা পূজায় প্রতিটি পূজা মণ্ডপে আমরা পাঁচদিন ব্যাপী কাজ করেছি। ‘ধর্ম যার যার, উৎসব সবার’মনে করে সনাতনীদের পাশে ছিলাম। আমরা সম্প্রীতির রাউজান গড়ে তোলার কাজ করছি আমাদের নেতার নেতৃত্বে। উত্তর জেলা যুবদল নেতা আলী সুমন জানান, পৌরসভা এলাকা সহ সমগ্র রাউজানে অনুষ্ঠিত ২২৯ টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম। আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেন দুর্গা পূজা উদযাপন হয় রাউজানে। সেজন্য নেতার নির্দেশ অনুযায়ী নির্বিঘ্নে রাউজানে সুষ্ঠু ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গা পূজা শেষ করতে পেরেছি। পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। আমাদের দলীয় নেতৃবৃন্দও এ উৎসবে কাঁদে কাঁদ মিলিয়ে পূজার নানা অনুষ্ঠান মালায় আনন্দ উপভোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট