
চট্টগ্রামের রাউজানে ব্যাপক আয়োজনে শ্রীশ্রী শ্যামা মায়ের ২৯০তম পূজা উপলক্ষে ৪দিন ব্যাপী কর্মসূচী শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। রাউজান পৌরসভার সুলতানপুর নন্দী পাড়া এলাকার ঐতিহাসিক প্রাচীনতম তীর্থস্থান শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দির প্রঙ্গণে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় এই মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক রাজীব দাশ জানান, ধর্মীয় অনুষ্ঠানমালার পাশাপাশি প্রতিবারের মত এবারো বেশকিছু মানবিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এতে শুক্রবার সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর এর উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, রক্তের গ্রুপ নির্ণয় ও বস্ত্র বিতরণ করা হবে। সোমবার পর্যন্ত ৪দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানাম সংকীর্ত্তণের শুভ আধিবাস, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ, পদাবলী কীর্ত্তণ, কৃষ্ণলীলা, ঊষালগ্নে নামসংকীর্ত্তণের পুর্ণাহুতি, শ্যামা মায়ের পূজা, বলিদান ও দিবা রাত্রি মহাপ্রসাদ বিতরণ। এই মাঙ্গলিক অনুষ্ঠানমালায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী আয়োজকরা।
Leave a Reply