
বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের আয়োজনে অনুষ্ঠিত হবে গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং। আগামী ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টটি অনুষ্ঠত হবে ওমান ওয়াদি কবির মস্কটি ক্লাব মাঠে। টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমান বনাম হযরত মাহ জালাল এফ.সি। বাংলাদেশ স্পোর্টস ক্লাব সোস্যাল সালতানত অব ওমানের সভাপতি মোহাম্মদ হানিফুর রহমান জানান, মধ্যেপ্রাচ্যের দেশ ওমান এর বুকে বাংলাদেশীদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট নতুন মনে হলেও, আমরা স্বদেশ প্রেমে সকলের অংশ গ্রহণে সামাজিক, সাহিত্যিক ও ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। এবারের ফুটবল টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশীদের মাঝে নব দিগন্তের সূচনা হবে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াছ জানান, প্রবাসী বাংলাদেশীদের সামাজিক বন্ধনে বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রীতি, ঐক্য ও পরস্পরের প্রতি সুখ দুঃখ একাকার হওয়ার একমাত্র মাধ্যম সোস্যাল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের সন্তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে।
Leave a Reply