রাউজানে অপকর্ম প্রতিরোধে পুলিশ ও জনপ্রতিনিধির পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। বৃহস্পতিবার (০২ রা ফেব্রুয়ারি) উপজেলার চিকদাইর ইউনিয়নে মাদক, চোরাচালান, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখার সময় তিনি এই আহবান জানান। ৩নং বিট পুলিশিং এর কার্যালয় আয়োজিত বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন চিকদাইর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা শাহাদাত হোসেন। প্যানেল চেয়ারম্যান কাজী মুহাম্মদ মাসুদ রানা ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নোমান বিন আজিজির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সচিব মফিজুর রহমান, মো. লোকমান, মোদাচ্ছের হায়দার, মো. নেজাম উদ্দিন, মো. জাগির হোসেন, মো. হানিফ, প্রদীপ দাশ, মোহাম্মদ সালাহ উদ্দিন, মো. আনোয়ার মিয়া, মহিলা মেম্বার সাকি আকতার, পারভীন আকতার, ছেনোয়ারা বেগমসহ আরও অনেকে।
Leave a Reply