1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এখলাসে রাঙানো ঐতিহাসিক মিলনমেলা সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.)—মাননীয় মোর্শেদে আজম (মা. জি. আ.)। পবিত্র শবে মেরাজ আজ রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন

কার্পজাতীয় মাছ উৎপাদনে হালদা গুরুত্বপূর্ণ;ফজলে করিম এম.পি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায় মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম শীর্ষক প্রকল্প কেন্দ্রীয় কর্মশালায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, হালদা নদী বিশে^র একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্পজাতীয় মাছের উৎপাদনে হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। হালদার হারানো ঐতিহ্য ফিরে আনতে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি সংসদ সদস্য ও হালদা পাড়ের বাসিন্ধাদের নিয়ে কমিটি করতে হবে। তাহলে হালদার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি হালদা নদীর সাথে সংযুক্ত শাখা খাল গুলো খনন, কলকারখানা বর্জ্য মুক্ত করাসহ মৎস্য শিকারীদেরকে দেশের শত্রু হিসাবে অবহিত করেন। তিনি গতকাল মঙ্গলবার (৪জুন) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন, হালদা নদীর মা মছের প্রজনন বৃদ্ধি ও মাছের অভয়শ্রম গড়ে তোলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকলের সহায়তা পেলে হালদার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবো। মৎস্য সচিবের দায়িত্ব নেওয়ার এক সাপ্তাহের মধ্যে হালদায় আসা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, হালদা পাড়ের লোকজন, মৎস্যজীবি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ডিম সংগ্রহকারীদের মুখে হালদার বর্তমান সমস্যা গুলো অবগত হয়েছি। হালদার জন্য যতটুকু প্রয়োজন তার সব কিছু করা হবে। বঙ্গবন্ধুর নামের সাথে মিশে থাকা হালদা নদী বিশেষত্ব ও গুরুত্ব অপরিসীম। চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহাসানুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম (সার্বিক) অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ বিভিন্ন উপজেলা থেকে আমন্ত্রিত নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন থানার থেকে আমন্ত্রিত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার আগে হালদা নদী সর্তারঘাট হালদা ব্রীজ এলাকায় প্রায় দুই’শ কেজি বড় সাইজের র্কাপ জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট