চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে বাস সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৭ মে রবিবার বিকাল ৩টার চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান কালুমরার টেক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার চালক সহ আহত হয়েছে ৬ জন যাত্রী। ঘটনার পর পর সংবাদ পেয়ে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও চুয়েট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পঠিয়েছে বলে জানান, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানা যায়। এ রির্পোট লেখা পষর্ন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply