1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মধ্যে হক কমিটির শরবত বিতরণ  রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট

জনপ্রিয় সংগীত শিল্পী রিষু তালুকদারের একক নজরুল সংগীতে মুগ্ধ টিআইসির দর্শক

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকীতে “বাগীশ্বরী সংগীতালয়” আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত জনপ্রিয় সংগীত শিল্পী রিষু তালুকদার এর একক নজরুলগীতি সংগীতানুষ্ঠান ‘ সৃজন ছন্দে আনন্দে ‘ গত ২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগীশ্বরী সংগীতালয় এর সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এ. এফ. ইমাম আলি, আর্য্য সংগীত সমিতির উপাধ্যক্ষ জয়ন্তী লালা, বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী রিয়াজ ওয়ায়েজ। বাচিক শিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরীর নজরুল জয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন। আহবায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ, ব্যাংকার উৎপল চক্রবর্তী, শিক্ষক পলাশ দে ও শিক্ষক সমীরণ সেন প্রমুখ।

‘অঞ্জলি লহ মোর,’ ‘সৃজন ছন্দে আনন্দে ‘,’দোলা লাগিল দখিনায় সহ আঠারটি নজরুলের বিখ্যাত গান পরিবেশন করেন শিল্পী রিষু তালুকদার। বাগীশ্বরী সংগীতালয়ের ছাত্র-ছাত্রীরা গাইলেন ‘ যায় ঝিলমিল ঝিলমিল ‘, ‘সুন্দর অতিথি এসো এসো’ সমবেত সংগীতে মুগ্ধ দর্শকরা। শিল্পী রিষু তালুকদারের একক সংগীতে দলীয় নৃত্য পরিবেশনায় ছিলেন হৃদিতা দাশ, জয়িতা দত্ত, ঐশী দাশ, বর্ণী চৌধুরী ও রাত্রি ধর। সমগ্র যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় শিবু চৌধুরী, পলাশ দে ও অমর্ত্য চক্রবর্তী, কি-বোর্ডে সৃজন রায়, বেহালায় শ্যামল চন্দ্র দাশ ও অক্টোপ্যাডে এস এম রুবায়েত।
সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেন- ডা. সৌমিত্র দাশ, ঝুমুর খাস্তগীর, রিমন সাহা, অনিতা ঘোষ, চুমকি সেন, বৃষ্টি ঘোষ, অংকিতা সেন, অদ্রি সেন, সৌমি চক্রবর্ত্তী, স্নিগ্ধা দে, বর্ষা দেবী রায়, নয়ন গুহ, তৃষ্ণা দাশ, মম দাশ, ঐশী মহাজন, প্রিয়া ধর, প্রিয়ন্তী দাশগুপ্তা, কাঞ্চন দাশ, সৌমিক দাশ, অনিরুদ্ধ দাশ, রক্তিম ধর, পাপিয়া চক্রবর্ত্তী, অর্পিতা দাশ আনিকা, ভক্তিদুর্লভ, প্রিয়তোষ নাথ, নিধি রুদ্র, পারমিতা চন্দ, পুনম দাশ, কোমল ধর, সৌরি বড়ুয়া, নন্দিতা ধর, তীর্থ শীল, ঋত্বিক পালিত, দেবপ্রিয় ধর, তীর্থ বনিক, সুদীপ্ত দাশ, সুমিত্র দাশ, অদ্রিতা চৌধুরী, দেবশ্রী চৌধুরী, মনিষা দত্ত, পূর্ণা দাশ, নিখিতা বিশ্বাংগ্রী, অন্বেষা দাশ, আয়ুষ ধর, শ্রেষ্ঠ দে, বর্ণ সাহা, পূর্ণা নন্দী, অর্পন দাশ, বিদিক্তা সরকার, বর্ষা দেবী জয়া, নয়ন গুহ, আরাধ্যা বিশ্বাংগ্রী, অহনিশ সাহা, রিজন দাশ, সৌর্যদীপ্ত পালিত, পারমিতা চৌধুরী, স্বস্তিকা মজুমদার, ঋত্বিক বড়ুয়া, রাজদীপ দাশ, দীপান্বিতা চক্রবর্ত্তী, পূর্ণতা দুর্লভ, ঐশী বিশ্বাস, স্পর্শ সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট