রাউজান নোয়াজিশপুর নতুন হাট বাজারে ব্যবসায়ীদের এক সমাবেশে এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন বিশ্ব পরিস্থিতির কারণে দেশে জিনিষপত্রের দাম বেড়েছে। তিনি ব্যবসায়ীদের উদেশ্যে বলেন বর্তমান পরিস্থিতিকে পূজি করে কেউ যেন অধিক মুনাফার চেষ্টা না করে। একই সাথে তিনি হুঁসিয়ারী উচ্চারণ করে বলেন কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কাউকেও ছাড় দেয়া হবে না। গত ৮ মে সোমবার তিনি ব্যবসায়ীদের ঈদপূনমিলনী অনুষ্ঠানে ভ্যাচুয়ালী অনুষ্ঠানে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই হুসিয়ারী উচ্চারণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার্দ্দি সিকদার। জিয়াউর রহমান ও সওকত ওসমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল হারুন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী ডা.সাহাবুদ্দিন,আনোয়ার ইসলাম,আলহাজ¦ ইলিয়াছ চৌধুরী, মাস্টার ফিরোজ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যাদের মাঝে বক্তব্য রাখেন এডভোকেট সাইমুল রহমান বিপুল, মাওলানা ফজলুল কাদের চৌধুরী, ডা. শাহা আলম,আকতার হোসেন চৌধুরী,মনজুরুল ইসলাম চৌধুরী,কুতুব সিকদার,বাবুল সওদাগর,নুরুল আবসার,মোহাম্মদ আলাউদ্দিন আলম,কাজী হেলাল, শফিউল বশর প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে ব্যবসায়ী জিয়াউর রহমানকে সভাপতি ও সওকত ওসমানকে সাধারণ সম্পাদককে সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
Leave a Reply