রাউজানের সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬২ পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী রবিবার বিকালে রাউজান উপজেলা পরিষদ মাঠে এই ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় সংসদ প্রতিটি পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন ও অর্থ সহায়তা তুলে দেন। জানা যায়, মোট ১শত ২৪ বান্ডেল ঢেউটিন ও ৩ লাখ ৭২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুৃস সামাদ সিকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চেীধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগের সহসভাপতি স্বপন কুমার দাশ গুপ্ত, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।
Leave a Reply