1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

রাউজানে সরকারিভাবে বোরো ধানের চাল সংগ্রহ শুরু 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

রাউজানে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে)রাউজান উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষক ও অটো রাইস মিল নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিত কুমার সুশীল, কৃষক বিশু চৌধুরী  প্রমুখ। রাউজান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম জানান, এবছর ২৬৬ মেট্রিক টন চাল ও ৩১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ্যাপসের মাধ্যমে নিবন্ধিত কৃষক ও রেজিস্ট্রেশনভুক্ত রাইস মিল থেকে এই চাল ও ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবির জানান, প্রতি কেজি ৪৮ টাকা দরে চাল ও ৩৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। কর্মসূচীর প্রথম দিনে রাইস মিল থেকে ১৬ টন চাল ও কৃষকদের কাছ থেকে ২১ টন ধান সংগ্রহ করা হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম আমাদের লক্ষমাত্রা অর্জন পর্যন্ত অব্যহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, রাউজানে খাদ্যশস্য মজুদ বছরব্যাপী চলমান রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে রাউজানে খাদ্যশস্য মজুদ স্বয়ংসম্পন্ন রাখার লক্ষ্য নিয়ে চাল ও ধান সংগ্রহ কার্যক্রম আমরা শুরু করেছি। সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কৃষি সরঞ্জাম প্রদান করায় এবছর রাউজানে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট