চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ও চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক সহ রাউজানের বিভিন্ন সড়কে চলাচলকারী মোটর সাইকেল চালক ও আরোহীদের হেলমেট ছাড়া জ¦ালানী তৈল ক্রয় করতে পারবে না। পেট্রোল পাম্প ও তৈল বিক্রয় কারী দোকানীদের হেলমেট ছাড়া জ্বালানী তৈল না দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। ২০ মে রবিবার রাউজান উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, গত কয়েক মাস ধরে রাউজানে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গেছে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কয়েক’শ লোক। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাউজান হাইওয়ে থানার ওসি, রাউজান থানার ওসিকে কঠোর হতে হবে। সড়কে উল্টোপথে চলাচলকারী যানবাহন ও ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধে কাজ করার নির্দেশ দেন তিনি। রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওযামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্দ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন রুজি, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান, রাউজান হাইওয়ে থানার ওসি দোলেয়ার হোসন, চেয়্রাম্যন শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাশি, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, রোকন উদ্দিন সহ রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দরা।
Leave a Reply