1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী’র ৩৭তম ওরশ শরীফের প্রস্তুতি সভা রাউজানে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে মিছিল ও সমাবেশ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার মাহফিল সর্বোচ্চ ১১০ বছর বয়স্ক হামিদ সওদাগরের ইন্তেকাল প্রতিবাদ সভায় সমাপনী বক্তব্যে দিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা সিসিইউতে ভর্তি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা  শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ বসতঘর। রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ

রাউজান ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনসাধারণ সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাউজান সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদেরকে অবহিতকরণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ মে) সকালে ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত সার্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন ও মতবিনিময় সভায় টেলি কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী। ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু’র সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার  অংগ্যজাই মারমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  কাজী আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  আনোয়ারুল ইসলাম।
রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মাসুদুল আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা  যুবলীগের সহ সভাপতি  সারজু মোঃ নাছের, উপজেলা  স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ন আহবায়ক  শওকত হোসেন,ইউনিয়ন  যুবলীগের সভাপতি  ইসহাক ইসলাম, ইউপি সদস্য  ফজলুল কাদের, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ হাবিবুর রহমান, আর্যমৈত্রয় ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক বাবু কাঞ্চন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মোঃ জামাল উদ্দিন, ইউপি সদস্য সাহাবুদ্দিন, জহির উদ্দিন, দিলিপ কুমার দে,আওয়ামী লীগ নেতা হাজ্বী মো শফি, সঞ্জিব দত্ত, ফোরকান প্রমুখ।সভায় বক্তারা বলেন,দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ। এই পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। একজন ব্যক্তি তাঁর শেষ বয়সে সন্তানদের উপর নির্ভর করতে হবে না, যেতে হবে না বৃদ্ধাশ্রমে। এই জমানো চাঁদার টাকাই হবে তার শেষ ভরসা। এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর, সচল মোবাইল ফোন নম্বর এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট