রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ৭শত জন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মাঝে কম মুল্যে টিসিবি’র পন্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সকালে চারাবটতল বাজারে টিসিবি’র পন্য বিক্রয় উদ্বোধন করেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী জানান, টিসিবি’র ডিলারদের কাছ থেকে লাইন ধরে ৭শত মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার পণ্য ক্রয় করার সুযোগ রাখা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী ও রাউজানের সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবতাবাদী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশে খাদ্য সংকট হবে না।
Leave a Reply