প্রতিদিল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দল বেঁধে জ্ঞানের অন্বেষণে আসে পৌরসভায়। তারা মনোযোগ সহকারে পড়ছেন বই। কেউ পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বই, কেউ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কেউ পড়ছেন বিখ্যাত দেশ বিদেশী লেখকদের সেরা বই গুলো, আবার কেউ পড়ছেন জাতীয় ও স্থানীয় সংবাদপত্র সমূহ। এমন দৃশ্যটি রাউজান পৌরসভা কার্যালয়ের নিচ তলায় প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণ পাঠাগারের। জাতীয় মানের এ পাঠাগারে বিভিন্ন লেখকের বই ছাড়াও দেয়ালের স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ ভিক্তিক আলপনা, প্রয়াত জাতীয় নেতৃবৃন্দের ছবি ও সাহিত্যিক, বুদ্ধিজীবি, বিখ্যাত কবি ও লেখকের বাঁধানো দুর্লভ ছবি। জানা যায়, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণপাঠাগার প্রতিষ্ঠা করেন। গত ২০২২ সালে ১১ অক্টোবর এই গণপাঠাগারটি উদ্বোধন করেছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। জ্ঞান আহরণের এই গণ পাঠাগারে বিভিন্ন বিষয়ভিত্তিক অন্তত সাড়ে ৪ হাজার গ্রন্থ রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে রাউজান সরকারি কলেজ, গহিরা ডিগ্রি কলেজ, হযরত ইয়াছিন শাহ কলেজ, রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন, রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম জীবনী, বিভিন্ন কবি ও সাহিত্যিকের লেখা বই ও জাতীয় ও আঞ্চলিক পত্রিকা পড়ে জ্ঞান অর্জন করছেন। পাঠাগারের নিয়মিত পাঠক শিক্ষার্থী শুভ পালিত বলেন, রাউজান পৌরসভার বঙ্গবন্ধু ও গণপাঠাগারে এসে বই পড়তে খুব ভালো লাগে। দৃষ্টিনন্দন এই গণপাঠাগারের মতো পরিবেশ দেশের আর কোনো গণপাঠাগারে আছে কিনা আমার জানা নেই। অন্যদিকে আকাশ বড়–য়া বলেন, আমার সবচেয়ে ভালো লাগে এখানকার মুক্তিযুদ্ধের ইতিহাসের বইগুলো। আমি এখান থেকে অনেক ইতিহাস জানতে পারছি। নুরুল আজিম সম্পদ বলেন, এই লাইব্রেরী যে কারো মন জুড়াবে। কলেজের ক্লাস শেষে বিভিন্ন লেখকের বই পড়ার জন্য আমি এখানে ছুটে আসি। পাঠ্যপুস্তকের বাইরে অনেক অজানা ইতিহাস বা লেখকের বই পড়তে পারছি। রাউজান পৌরসভা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণপাঠাগার গ্রন্থগার মনিষা দে বলেন, আমাদের এখানে পৌর এলাকার বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থীরা বই পড়তে আসেন। প্রতিদিন ৪০ থেকে ৫০ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করছেন। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানবাসীর অভিভাবক, জননন্দিত নেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপি নির্দেশনায় এ গণপাঠাগার প্রতিষ্ঠা করা হয়। পৌর এলাকার শিক্ষার্থীরা গণপাঠাগারে এসে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানতে পারছে। এছাড়া বিভিন্ন লেখকের বই ও পত্র-পত্রিকা পড়ে জ্ঞান অর্জন করতে পারছেন। শিক্ষার জন্য রাউজান পৌরসভা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে। গত দুই বছর ধরে শিক্ষার্থীদের বৃত্তি ও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গরীব শিক্ষার্থীর সব ধরনের বই, ফরম পিলাবের অর্থ ও শিক্ষা সামগ্রী প্রদান করে আসছি।
Leave a Reply