রাউজান সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ২০২১-২২ সেশনের নবীন বরণ, মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০২ রা ফেব্রুয়ারি) সাজেদা কবির চৌধুরী মিলনায়তনে সম্মিলিত অনার্স শিক্ষার্থীবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার। বিশেষ অতিথি ছিলেন অর্পনা চৌধুরী, সিমা চক্রবর্তী, সুজন বিশ্বাস, নজরুল ইসলাম, দিপন দাশ, মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। অনার্স ২য় বর্ষের ছাত্র রায়হানুল ইসলাম রায়হান ও সিদরাতুল মুনতাহা তাইফা এর যৌথ সঞ্চনালয় বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাব্বির আনোয়ার হিমেল, আকরাম আলী, ইয়াছিন চৌধুরী ইমন, আশরাফ উদ্দিন, অনন্ত প্রলয় চাকমা, রুমা আকতার, মুমিনুল, আরফাত, আসিফ, রাকিব, অনিক, বাপ্পা, ইকরা, মরিয়মসহ আরও অনেকে।
Leave a Reply