বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে রাউজান পৌরসভা। গতকাল ৫ আগস্ট শনিবার পৌর কার্যালয়ে দোয়া মাহফিল, এতিম ও অসাহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণের মাধ্যমে দিনটি পালন করে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। দোয়া মাহফিলে মেয়র বলেন, শেখ কামাল বেঁেচ থাকলে দেশ অনেক এগিয়ে যেত। বিশেষ করে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্র বিশ^ পরিচিতি লাভ করতো। তিনি বলেন, পৃথিবীর জঘণ্যতম হত্যা কান্ড ছিল বঙ্গবন্ধুসহ স্বপরিবারকে হত্যার দিনটি। পরে মেয়র অসহায় ও এতিমদের উন্নত মানের খাবার ও নতুন কাপড় বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, জাহাঙ্গীর আলম মুন্সি, যুবলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মিডিয়া কর্মী নকিব সিদ্দিকী।
Leave a Reply