1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র শবে মেরাজ আজ রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ

হযরত এয়াছিনশাহ(রহঃ)অটো রিক্সা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মূখর পরিবেশে সম্পন্ন।

  • প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ(রহঃ)অটো রিক্সা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার উৎসব মূখর পরিবেশে মুহাম্মদীয়া কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিরতহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির সদস্যরা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শনে দেখা যায় নিছে ভোটার ও প্রার্থীদের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে।প্রার্থীরা ভোটারদের মন জ্বয় করে ভোট পেতে বিভিন্ন কৌশল গ্রহন করতে দেখা যায়।তবে সকল প্রার্থী শিকার করেন সুন্দর ও সুষ্ট ভোটে তারা সন্তুুষ্ট।উপরের দুতালায় দেখা যায় নির্বচান পরিচালনা কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আলহাজ্জ মাহবুবুল আলম,হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী রুনু ভট্টচার্য,মেম্বার মুহাম্মদ আলী,ছাত্রনেতা মুহাম্মদ শাহাদৎ,মুহাম্মদ মুরাদ প্রিসাইডিং ও পুলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।তাদের নিছে মেম্বার জসিম উদ্দিন,মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ তহিদ, ভোটার নাম্বার নিশ্চিত করে ভোটারদের উপরে উটার সূযোগ দিচ্ছিলেন।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ মনসুর জানান খুব চমৎকার ভোট হয়েছে।কোন ধরনের বিশৃংখলা বিহীন ভোটে সকল সদস্যরা ভোট দিতে আসেন।এদিকে ৯ টি পদের মধ্য ২ টি পদের প্রার্থী বিনা প্রতিদন্ধিতায় নির্বাচীত হওয়ায় অপর ৭ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।সন্দ্যা ৬ টায় নির্বচান পরিচালনা কমিটির সদস্য রুনু ভট্টচার্য ফলাফল ঘোষনা করেন।এতে মেম্বার জহুর আহম্মদ ৯৭ ভোট পেয়ে সভাপতি,মুহাম্মদ রহিম উদ্দিন ৮৩ ভোট পেয়ে সহ- সভাপতি, মুহাম্মদ সরোয়ার ১৭৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক, মুহাম্মদ হারুন ৮৯ ভোট পেয়ে সহ- সাধারন সম্পাদক, মুহাম্মদ কোরবান আলী ১১৩ ভোট পেয়ে প্রচার সম্পাদক,মুহাম্মদ আজম উদ্দিন ১৪৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক, মুহাম্মদ জসিম উদ্দিন ১৯৫ ভোট পেয়ে ধর্ম সম্পাদক নির্বাচীত হন। এছাড়া বিনা প্রতিদন্ধিতায় সাংগঠনিক সম্পাদক ও সহ অর্থ সম্পাদক নির্বাচীত হন যথাক্রমে মুহাম্মদ দিদার ও মুহাম্মদ আলাউদ্দিন।
প্রধান নির্বাচন কমিটি মুহাম্মদ জুয়েল রানা বলেন বিগত ১৫ দিন যাবৎ একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষে যা যা করনীয় সব কিছু করার চেষ্টা করেছি।কতটুকু করতে পেরেছি তা মূল্যায়ন করবেন নতুন কমিটি ও ভোটারগন।
ভোট চালা কালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন হলদিয়া ইউপি চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের জনসাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর,মুহাম্মদ সরোয়ার মেম্বার,আলহাজ্জ আবুল কাসেম কালু ফকির, আমিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন ইলিয়াছ।উল্লেখ্য, ৩১৮জন ভোটারের অনুকূলে ২৩৪ জন ভোটার ৩ টি বুথে তাদের ভোট প্রয়োগ করেন।আলহাজ্জ মাহবুবুল আলম ও রুন ভট্টচার্য বলেন বিগত সময়ে রাউজানের মাননীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌঃ এমপির একান্ত প্রচেষ্টায় এসমিতিকে রেজিষ্ট্রেশান ভুক্ত করে সমিতির কার্যক্রমকে বেগবান করা হয়।আগামিতেও এমপি মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক এ সমিতি আরো এগিয়ে যাবে বলে আমরা আশা রাখছি।তারা বলেন সুন্দর একটি নির্বাচন পরিচালনা করতে পেরে আমাদের সত্যি আনন্দ লাগছে। তাদেরকে বলবো নির্বাচনে বিজিত ও বিজয়ি সবাই মিলে মিশে ঐক্যবদ্ব হয়ে এ সমিতির জন্য কাজ করবেন এটি আমরা প্রত্যশা করি। নির্বাচনের পাশাপাশি দুপুরে হযরত খাজা গরিবে নেওয়াজ(রঃ)ফাতেহা শরিফ আয়োজন করেন সমিতি।এতে ৪ শতাদিক মানুষের তাবরুকের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট