1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১২ মে ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম রাউজানে ব্যক্তি উদ্যােগে ১২ কোটি টাকায় ৪ কিলোমিটার আরসিসি ঢালায় সড়ক নির্মাণ কাজ শুরু।

চুয়েটে ৩য় উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন চুয়েট মোহাডেমান

  • প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের আয়োজনে স্টাফ ‘৩য় উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট-২০২১’ সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চুয়েট মোহামেডান দল। ফাইনালে চুয়েট আবাহনী দলকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মোহামেডান দলের মো. সাকিব, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় মোহামেডান দলের ড. মো. সানাউল রাব্বী। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন দলের শামীম উদ্দীন রাজু (৬ গোল), সেরা গোল রক্ষক হয়েছেন মোহামেডান দলের মো. সাকিব। গতকাল ০৪ ডিসেম্বর (শনিবার), ২০২১ খ্রি. বিকাল ৪.৩০ ঘটিকায় উক্ত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোস্তফা কামাল ভূঁইয়া, উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। টুর্নামেন্টে প্রধান সমন্বয়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন আহবায়ক মো. আরিফ ও সদস্য সচিব মো. মোবারক হোসেন। এ সময় স্টাফ এসোসিয়েশন এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফাইনালের অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এদিকে একইদিন খেলোয়াড় কল্যাণ সমিতি, চুয়েট কর্তৃক আয়োজিত ‘চুয়েট খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট