আমিরাত বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে শিবলী সভাপতি, জনি সম্পাদক
প্রকাশিত:
রবিবার, ২২ মে, ২০২২
৩৩৫
বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিককে সভাপতি ও সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র সহ সভাপতি এনটিভি প্রতিনিধি মানুনুর রশীদ, সহ সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক দিনকাল প্রতিনিধি মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা এক্সপ্রেস বার্তা সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক কক্সবাজার আলো প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক সিপ্লাস প্রতিনিধি ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক ঢাকা পোস্ট প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশন প্রতিনিধি রফিক উল্ল্যাহ ও নির্বাহী সদস্য নিউজ২৪ প্রতিনিধি আবদুল আলীম সাইফুল। নব নির্বাচিত সভাপতি শিবলী আল সাদিক আমিরাত থেকে জানান, গত শনিবার (২১ মে ) শারজার একটি হোটেলে সাধারণ সভার মাধ্যমে সংগঠনের পুরোনো কমিটি বিলুপ্ত ও ভোটা ভোটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এর আগে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল হক। সভা পরিচালনা করেন সদ্য বিদয়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ শাহাজান, সামশুর রহমান সোহেল, সামশুল আলম। পরে নির্বাচিত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা আরব আমিরাত প্রেসক্লাব প্রবাসীদের মুখপাত্র হয়ে আগামীতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তারা প্রবাসীদের সুখ দুঃখের পাশে থেকে কাজ করার জন্য বিগত দিনের মত প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে বাংলাদেশ প্রেসক্লাব অনন্য ভূমিকা পালন করেছে। সাংবাদিকতার আধুনিকতার মানদণ্ডে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা অনেকদূর এগিয়ে গেছে।তারা বলেন সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা আখ্যায়িত করার মানসকিতা নিয়ে প্রেসক্লাবের সকল সদস্য সংবাদ পরিবেশের উপর মনোনিবেশ করবেন।
Leave a Reply