রাউজানের ডাবুয়ায় বন্দোবস্তি পাওয়ার ২৪ বছর অতিবাহিত হলেও ১৫ ভুমিহীন পরিবার জমির দখল পায়নি। জানা যায়, রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর এলাকার বাসিন্ধা সি,এনজি চালক মোঃ সেলিম ও তার স্ত্রী মোছামৎ ইয়াছমিনকে গত ১৯৯৯ সালে এয়াছিন নগর / ডাবুয়ার মৌজার ১২ শতক সরকারী টিলা ভুমি বন্দোবস্তি দেয়। বন্দোবস্তি মামলা নং-২৫/১৯৯৯-২০০০। ভুমিহীন দরিদ্র ইয়াসমিন অভিযোগ করে বলেন, আমি সহ ৩০ জন ভুমিহীন পরিবারকে পুনঃবাসন করার জন্য সরকারী খাস জমি বন্দোবস্তি দেওয়া হয়।৩০ জন ভুমিহীন পরিবারের মধ্যে ১৫ ভুমিহীন পরিবার জমির দখল নিয়ে ঘরবাড়ী তৈরী করে বসবাস করছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ অশ্রয়ে জবর দখলকারীরা বহাল রয়েছে। তারা ১৫ পরিবারকে জমির দখলে যেতে দেয়নি। তিনি আরো জানান, স্থানীয় জনপ্রতিনিধি, রাউজান উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবের কারনে ১৫ দরিদ্র ভুমিহীন পরিবার সংশ্লিষ্ট প্রশাসন উদাসিনতা দেখচ্ছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।
Leave a Reply