খাজা গরীবে নেওয়াজের একনিষ্ঠ খাদেম,’মক্কী মঞ্জিল’ জালরা দরগাহ শরীফের গদনশিন,খাজা বাবা রওজা মোবারকের ‘চিফ কালিদ বারদার’ সাহেবজাদা সৈয়দ হাজী আনিস মিয়া চিশতি (ম.) মাইজভাণ্ডার দরবার শরীফে জিয়ারতে আসেন।গতকাল তিনি মাইজভাণ্ডার দরবারের প্রধান গাউসুল আজম শাহসুফি হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র রওজা, হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক:) প্রকাশ ভাণ্ডারীর রওজা, অছিয়ে গাউছুল আজম হযরত সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারী (ক.)’র রওজা ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা মোবারক জিয়ারত করেন।জিয়ারত শেষে গাউছিয়া হক মঞ্জিলে তাবরুক গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন মাওলানা ফোরখানী, হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজার খাদেম মাওলানা হাবিবুল উল্লাহ্, মোহাম্মদ ফাহিম প্রমুখ।
Leave a Reply