1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মধ্যে হক কমিটির শরবত বিতরণ  রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট

আহবায়ক সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও সচিব প্রকৌশলী সাহেদ মজুমদার

  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের শতবর্ষী বিদ্যাপীঠ আলহাজ আব্দুর রব্বান কোম্পানীর প্রতিষ্ঠিত ১১৭ নম্বর মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব ও প্রাক্তন শির্ক্ষাথীদের মিলনমেলা উদযাপন পরিষদ গঠন এবং ঘোষণা করা হয়েছে। গত শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এক সভায় সর্ব সম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন এবং ঘোষণা করা হয়। শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক করা হয়েছে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন’কে। সদস্য সচিব করা হয় প্রকৌশলী সাহেদ মজুমদার’কে। কমিটিতে বিদ্যালয়টির প্রাক্তন কৃতী শিক্ষার্থী ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীদ রিজভীকে প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিবারের দাতা সদস্য এস এম জাহাঙ্গীর আলমকে প্রধান সমন্বয়ক করে ৩১ সদস্যদের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এছাড়া এস এম ইদ্রিস মিয়া, নুরুল আবসার ও এস এম সোলেমান বাদশাকে উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক, এস এম নাজিম উদ্দিন, কাজী মুহাম্মদ বাহাউদ্দিন ও এস এম ওমর ফারুককে যুগ্ম সচিব, কবি ও ছড়াকার এস এম সাইফুদ্দিন সাকিব প্রকাশনা (ম্যাগাজিন) আহবায়ক, এস এম কায়সার হামিদকে অর্থ সচিব, কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী সাজ্জাদ উদ্দিন, মোহাম্মদ রাশেদুল আলমকে যুগ্ম অর্থ সচিব করা হয়। আগামী ২৮ এপ্রিলের মধ্যে গঠিত এ পরিষদ বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উৎসব এবং প্রাক্তনশিক্ষার্থীদের মিলনমেলার দুইদিন ব্যাপী একটি অনুষ্ঠান আয়োজন করবে। অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রতিজন শিক্ষার্থী ২০০ টাকায় ফরম কিনে পূরণ করে জমা দিবেন। এই বিদ্যালয়ের প্রাক্তন নারী শিক্ষার্থীরাও যে যেখানে আছেন সেখান থেকে ফরম সংগ্রহ এবং নিবন্ধন করে অনুষ্ঠানের যোগদান করতে পারবেন সপরিবারে। যাঁরা রেজিস্ট্রেশন করবেন তাঁদের প্রত্যেকের জন্য আপ্যায়ন, টি-শার্ট এবং বিশেষ উপহার থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট