ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনীর পেশা মানুষকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।১৩ মে শনিবার সকালে উপজেলা পরিষদ হলে প্রস্তুতি মূলক সভায় এ নির্দেশনা দেন তিনি। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজাহান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী প্রমুখ। এসময় সংসদ ফজলে করিম চৌধুরী হালদা নদী ও কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্ধাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার নির্দেশ দেন।
Leave a Reply