1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা  মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

হলদিয়া ইউনিয়নে নৌকার পক্ষে ৯০ শতাংশ মানুষ ভোট দিবে:আলহাজ্ব দিদারুল আলম

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাউজানের হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুর্গ হিসাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন সৌদি আরবস্থ জেদ্দা সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ দিদারুল আলম গুনুর। তিনি একান্ত স্বাক্ষাতকালে মঞ্চ প্রতিনিধিকে বলেন, আমার জম্ম ভূমি ১নং হলদিয়া ইউনিয়নে নৌকার পক্ষে ৯০ শতাংশ মানুষ ভোট দিবেন বলে আমি আশাবাদী। হলদিয়া ইউনিয়নে সর্বোচ্চ উন্নয়ন কাজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এক সময়ের অবহেলিত জনপদকে আলোকিত করেছে বাস্তব মূখী ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে। মানুষের ভাগ্য বদলে এলকার মানুষ মনে প্রাণে আস্থা রেখেছেন এই নেতার উপর। তাই সর্বাধিক ভোট পাবে নৌকা প্রতিক। দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হলদিয়া ইউনিয়নে ঐক্যবদ্ধ। বর্তমান সংসদ সদস্যের ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের নেতৃত্বে শক্তিশালী হয়েছে দল। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুনু ভট্টাচার্য দলের দুঃসময়ের নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছেন। সাবেক তুখোড় ছাত্রনেতা মাহাবুলুল আলম, আবদুল মোমেন, জালাল আহম্মদ, এসএম বাবর সহ আমরা একসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমারও মাঠ পর্যায়ে আছি। এছাড়াও কৃষক লীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন, যুবলীগের সভাপতি মনচুর আলম ও সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজুর নেতৃত্বে রয়েছে বিশাল কর্মী বাহিনী। তাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত। উল্লেখ যে, গরীেবর বন্ধু খ্যাত আলহাজ্ব দিদারুল আলম গুন্নু রাউজান উপজেলার হলদিয়া উত্তর সর্তা গ্রামে একটিন সম্ভান্ত পরিবারে জম্ম গ্রহণ করেন। ৮০ দশকে ছাত্রলীগের রাজনীতির করতেন তিনি। সৎ জীবন যাপনের অধিকারী গুনু দেশের রাজনীতির ইতিটেনে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গড়ে তুলেন জেদ্দা সিটি আওয়ামী লীগের নেতৃত্ব। তিনি দায়িত্ব নেন সভাপতি মতো দায়িত্বশীল পদে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন একজন সফল ব্যবসায়ী হিসাবে। সেখানেও জড়িয়ে পরেন আওয়ামী লীগের রাজনীতির সাথে । এছাড়া দেশের মায়ায় তিনি রাউজানের গ্রামের বাড়িতে প্রায় সময় ছুটে আসেন। দেশে এসে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করার অনুপ্রেরণা যোগান। আপসহীন এ নেতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা নেতাকর্মীদের প্রাণ বলা যায়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু জানান, আগামী নির্বাচনের জন্য যুবলীগ ছাত্রলীগ সব ধরণের প্রস্তুতি নিয়েছে। আমাদের নেতা ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় আমরা মাঠে আছি। নৌকার প্রতিকের পক্ষে গণ জাগরণ সৃষ্টি হবে হলদিয়া ইউনিয়নে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট