1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল 

ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের,রাউজানের গহিরা ইউনিয়নের কোতয়ালী ঘোনা এলাকা প্লাবিত হওয়ার দৃশ্য।

  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতে রাউজানের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে রোপন করা আমন ধানের চারা ও বীজতলা। ৬ আগস্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে দেখা গেছে, হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা, গড়জনিয়া, ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি, পশ্চিম ডাবুয়া, রামনাথ পাড়া, কেইকদাইর, দক্ষিণ হিংগলা, হাসান খীল, রাউজান পৌরসভার ঢেউয়া পাড়া, হাজী পাড়া, সাপলঙ্গা, ছত্রপাড়া, বড় বাড়ী পাড়া, নন্দী পাড়া, শরীফ পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, বেরুলিয়া, সুলতানপুর কাজী পাড়া, বণিক পাড়া, পশ্চিম সুলতানপুর, পুর্ব গহিরা, গহিরা মোবারক খীল, দক্ষিণ গহিরা, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, পাঠান পাড়া, সন্দ্বীপ পাড়া, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতায়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বুইন, ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, ৭নং রাউজান ইউনিয়নের মোহাম্মদ পুর, মঙ্গলখালী, খলিলাবাদ, পশ্চিম রাউজান, কেউটিয়া, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী, বদুপাড়া, দেওয়ান পুর, মহামুনি, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধারমানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া,পশ্চিম আধার মানিক, সাতবাড়িয়া, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, ডোমখালী, কাগতিয়া, কাসেম নগর, গোলজার পাড়া, বদুমুন্সি পাড়া সরকার পাড়া, মীরধার পাড়া, উরকিরচর ইউনিয়নের মীরা পাড়া, মইশকরম, আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, হার পাড়া, সওদাগার পাড়া, সার্কদা, নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া কচুখাইন, উভলং, ঝিকুটি পাড়া, পালোয়ান পাড়া, গরিবুল্লাহ পাড়া, সামমালদার পাড়া, পশ্চিম নোয়াপাড়া, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচখাইন, কোয়ে পাড়া এলাকায় বসতবাড়ী, ফসলী জমি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিকে প্লবিত হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে হাফেজ বজুলুর রহমান সড়ক সহ বিভিন্ন সড়ক ডুবে যায়। এছাড়া কলমপতি খাল ও ডাবুয়া খালের পাড় ভেঙে স্থানীয় বসত ঘরে পানি ডুকে পড়েছে। পানিবন্ধি হয়ে পড়েছে লাখো মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে লোকজন। পাশাপশি সবজি ক্ষেত ও বীজ তলা তলিয়ে গেছে।রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন,ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও জোয়ারের পানিতে সব্জি ক্ষেতের ক্ষতি হয়েছে। আমন ধানের রোপন করা চারা ও বীজতলা ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট