রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি শিক্ষক প্রবীন আলেমেদ্বীন হুজুর কেবলা আওলাদে রাসুল(দ.) হযরত হাফেজ ক্বারী আল্লামা তৈয়ব শাহ(রহঃ) একনিষ্ট মুরিদান আল্লামা সোলায়মান মুকবলী হুজুরের প্রথম ইন্তেকাল বার্ষিকীতে পবিত্র খতমে কোরআন,খতমে গাউছিয়া শরিফ ও কবর পাড়ে মিলাদ কিয়াম, দোয়া মোনাজাত অনুষ্টিত হয়ছে।২৭আগস্ট রবিবার বিকালে এয়াছিন্নগরস্থ হোসেন কারিগর বাড়ী জামে মসজিদে আয়োজিত খতমে অংশ গ্রহন করেন প্রবীন আলেমেদ্বীন মাওলানা আবছার উদ্দিন(মা.জি,আ),খতিব আলহাজ্জ মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর,মাওলানা রফিকুল ইসলাম,হাফেজ মাওলানা ওমর ফারুক,মরহুমের বড় জমাতা মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল মালেক,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,আলহাজ্জ মাওলানা সোলায়মান চৌঃ,মাওলানা মুহাম্মদ শফি,খতিব মাওলানা মুহাম্মদ জিলহাজ উদ্দিন কাদেরী,ইমাম মাওলানা আবদুল্লাহ রেযভী,খতিব মাওলানা ইকবাল হোসেন কাদেরী,শায়ের ও খতিব মাওলানা মিনহাজ উদ্দিন,শায়ের মাওলানা তাজ মোহাম্মদ রেজভী,শায়ের ও খতিব মাওলানা জোনায়েদ কাদেরী,ইমাম হাফেজ মাওলানা মোঃ মিজান,শিক্ষক মাওলানা মোঃ এমরান কাদেরী,শায়ের হাফেজ গোলাম মহিউদ্দিন,হুজুরের ছেলে ডুবাই প্রবাসী আবদুল কায়ুম,শিক্ষার্থী মুহাম্মদ নুরুল গণী,হুজুরের নাতি মুহাম্মদ জুল হোসনাইন প্রমুখ।মসজিদে নাতে মোস্তফা পরিবেশন করেন শায়ের হাফেজ গোলাম মহিউদ্দিন।খতমে গাউছিয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক।মোনাজাত করেন মাওলানা আবছার উদ্দিন।কবর পাড়ে মিলাদ কিয়াম পরিবেশন করেনশায়ের মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর।
Leave a Reply