1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মধ্যে হক কমিটির শরবত বিতরণ  রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট

রাউজানে ৫ মাদ্রাসা শিক্ষককে সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব( মা.জি.আ) বলেছেন ফিলিস্তিনের মজলুম ও ছোট্র মাসুম বাচ্চা,নারী পুরুষদের হত্যা করে ঈসরাইল মানবতা বিরোধী অপরাধের সীমা ছাড়িয়ে পেলেছে।তিনি বলেন ঈসরাইলের একগুয়েমীতে ফুসে উঠেছে গোটা বিশ্ব মুসলিম।আল্লামা আহছান হাবিব১১ নভেম্বর ( শনিবার) রাতে দৈনিক ইনকিলাবের রাউজান সংবাদদাতা মাওলানা এম বেলাল উদ্দিনের পারিবারিক ব্যবস্থাপনায় আয়োজিত” ফাতেহা ইয়াজদাহুম” মাহফিলে উপরোক্ত বক্তব্য রাখেন।এতে এম বেলাল উদ্দিনের শিক্ষক গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫জন উস্তাজকে সংবর্ধনাও দেয়া হয়।তাঁরা হলেন সাবেক প্রিন্সিপাল পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব( মা.জি.আ),উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা কাজী সাইদুল আলম খাকী(মা.জি.আ),উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা জাহাঙ্গীর আলম রজভী(মা.জি.আ),আল্লামা হাফেজ নুর মোহাম্মদ মজিদী(মা.জি.আ),মাস্টার জাফর আলম জদিদী
(মা.জি.আ)।এতে পবিত্র খতমে গাউছিয়া আলীয়া শরিফ ও ত্বরিকতের খতমে গাউছিয়া ও নাতে মোস্তফা(স.) অনুষ্টিত হয়।আয়োজিত মাহফিলে রাজনীতিক এস এম বাবর,মাওলানা রফিকুল ইসলাম,মাস্টার ফরিদ মিয়া,জাহাঙ্গীর আলম সিকদার,আলহাজ্জ মাওলানা মুঃ আলী সিদ্দিকী,অধ্যাপক আবদুস সালাম,মাওলানা সৈয়দ আলী আকবর তৈয়্যবি,সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান,মাওলানা হারুনুর রশিদ কাদেরী,মাওলানা সোলায়মান চৌঃ,আলহাজ্জ সৈয়দ মাওলানা গিয়াস উদ্দিন,মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবি,মাওলানা আবদুল মাবুদ,মাওলানা তাজ মোঃ রেযভী,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা মিনহাজ উদ্দিন,মাওলানা ওসমান গণী,মাওলানা শহিদুল্লাহ চৌঃ,মাওলানা আবদুল মালেক,মাওলানা শহিদুল্লাহ ভান্ডারী,হাফেজ নুরুল আবছার,মাওলানা হাসানুল করিম,হাফেজ ওমর ফারুক,মাওলানা এমরান,হাফেজ গোলাম মহিউদ্দিন, মাওলানা ওসমান,প্রবাসী মোঃ ইসমাইল,মোঃ রাসেদ কোম্পানী, নাজিম উদ্দিন ভান্ডারী,প্রমুখ।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করেন উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা জাহাঙ্গীর আলম রজভী(মা.জি.আ)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট