1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম

বাঁশের সাঁকোর বদলে স্টিল ব্রীজ নির্মাণ কাজ শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া দাশপাড়া পালপাড়া এলাকায় দুই শতাধিক পরিবারের বাসিন্দারা শত শত বছর ধরে বেরুলিয়া খালের উপর বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে আসছে।বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে বাঁশের সাঁকো ভাসিয়ে নিয়ে গেলে এলাকার বাসিন্দ্বারা খালের পানির শ্রোত দিয়ে সাঁতার পাড়ি দিয়ে কাজে যাতায়াত করতে হতো। জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতো হতো।দুই শতাধিক পরিবারের বাসিন্দাদের চলাচলের চরম দুর্ভোগ লাঘবে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বেরুলিয়া খালের উপর একটি পুরাতন স্টিল ব্রীজ এনে নির্মান করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। স্টিল ব্রীজের সকল মালামাল বেরুলিয়া খালের পাড়ে নিয়ে এসেছেন। বেরুলিয়া খালের উপর ব্রীজ নির্মান কাজের তদারকি করছেন কাউন্সিলর আজাদ হোসেন ও সমাজ সেবক মাওলানা এনাম।

এলাকার বাসিন্দা অনুন দাশ বলেন, আমাদের এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ লাঘবে বেরুলিয়া খালের উপর ব্রীজ নির্মান করায় এলাকাবাসী রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেনের প্রতি কৃতজ্ঞ।

এলাকার বাসিন্দা ৬০ বছর বৃদ্ধ ছবি পাল বলেন, আমার বিবাহের পর থেকে আমি বেরুলিয়া খালের উপর বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছি। বেরুলিয়া খালের উপর ব্রীজটি নির্মান করা হলে এলাকার মানুষের দুভোর্গ লাঘব হবে। স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে এই এলাকার মানুষ ব্যবসা-বাণিজ্যসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলাচল করতো। স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী প্রচেষ্টায় ও মেয়র এর সহযোগিতায় ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়েছে।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌরসভার একটি সড়কে নতুন করে নির্মান কাজ করা হচ্ছে। সড়কের মধ্যে থাকা স্টিল ব্রীজ খুলে সড়কে পাকা ব্রীজ নির্মান করা হচ্ছে।রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পুরাতন স্টিল ব্রীজটি পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া গ্রামের দাশপাড়া ও পালপাড়া এলাকার মানুষের চলাচলের জন্য বেরুলিয়া খালের উপর বসানো হচ্ছে। সরকারী কোন বরাদ্ধ না থাকায় স্ট্রিলের ব্রীজটি বেরুলিয়া খালের উপর নতুন ভাবে নির্মান করতে আমার ব্যক্তিগত ভাবে আড়াই লাখ টাকা খরচ করতে হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট