1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১১ মে ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম রাউজানে ব্যক্তি উদ্যােগে ১২ কোটি টাকায় ৪ কিলোমিটার আরসিসি ঢালায় সড়ক নির্মাণ কাজ শুরু। রাউজানে মে দিবস পালিত  হলদিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ,নৈরাজ্যকারীদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল হলদিয়ায় সন্ত্রাস,চাঁদাবাজ,নৈরাজ্যকারীদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল রাউজানে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

রাউজানের নাতোয়ান বাগিচা বাজারে কোরবানি পশুর হাট জমে উঠেছে 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ঈদুল আযহাকে সামনে রেখে রাউজানে জমে উঠেছে কোরবানি পশুর হাটগুলো।মঙ্গলবার বিকালে রাউজান নাতোয়ান বাগিচা বাজার ও হযরত মুছা শাহ্ বাজার পরিদর্শনে দেখা গেছে, প্রচুর পরিমাণ গরু- মহিষ ও ছাগল এসেছে বাজারে। বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি।বেচাকেনাও হয়েছে মোটামুটি। ক্রেতারা সাধ্যমতে পছন্দের গরুটি কিনছেন বাজার থেকে।বিক্রেতারা জানান, বাজারে নানা আকারের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে মাঝারি সাইজের গরুর চাহিদা থাকলেও গত কয়েক বছর গুলোর তুলনায় এবার গরুর দাম বেশি বলে দাবি করেছেন কোরবানি দাতারা। অপরদিকে পশু খাদ্যের দ্বিগুণ বলে দাবি করছেন খামারীরা। মাঝারি সাইজের গরু দামি বেশি হওয়ায় রাউজানে বেড়েছে যৌথ কোরবানি দাতা। নাতোয়ান বাগিচা বাজারে গরু কিনতে আসা সামশু উদ্দিন নামে এক ক্রেতা বলেন, এই বাজার থেকে নিরাপত্তার সাথে পছন্দের গরু কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।এক লাখ ১৮হাজার টাকা দিয়ে ষাঁড় কিনেন তিনি।বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য দিলীপ কুমার দে, জানান, মঙ্গলবার নাতোয়ান বাগিচা বাজারে ৭০টির মত পশু বেচাকেনা হয়েছে।বেশি বিক্রি হয়েছে ১লাখ থেকে দেড় লাখ টাকার দামে গরু। মাঝারি সাইজের গরু বিক্রি হয়েছে ৬০থেকে ৯০ হাজার টাকায়। আগামী শুক্রবার এই বাজারে সকাল থেকে রা ১২টা পর্যন্ত গরু -ছাগল বিক্রি হবে। পরিচালনা কমিটির কমিটির সদস্য ও মেম্বার প্রবেশ বড়ুয়া জনান,এই বাজারে ক্রেতা-বিক্রেতারা নিরাপত্তার সাথে কেনাবেচা করতে পাচ্ছেন। ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু বলেন, রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর দক্ষ নেতৃত্বের কারণে এই বাজারে শান্তিপূর্ণভাবে ব্যবসায়ী ও খামারিরা গরু- ছাগল বেচাকেনা করেছে। বিনা হাসিলে এ বাজারের ব্যবস্থা থাকায় ক্রেতা -বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করে পছন্দের কোরবানি পশুটি কিনে নিয়ে নিরাপদ মনে বাড়ি ফিরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট