1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হালদা নদীর শাখা খালে ৩৭ কেজির মৃত ডলফিন উদ্ধার রাউজান বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-প্রত্যাহারের দাবিতে পৌর জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল চুয়েট ও সিএনআরডি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী’র ৩৭তম ওরশ শরীফের প্রস্তুতি সভা রাউজানে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে মিছিল ও সমাবেশ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার মাহফিল দেশের সর্বোচ্চ ১১০ বছর বয়স্ক শামসু উদ্দিন সওদাগরের ইন্তেকাল প্রতিবাদ সভায় সমাপনী বক্তব্যে দিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা সিসিইউতে ভর্তি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা  শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ বসতঘর।

রাউজানে চারাবটতল বাজারে জমজমাট পশুর হাট 

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে রাউজানে বিভিন্ন অস্থায়ী পশুর হাটগুলো জমে উঠেছে। বুধবার (১২জনু) রাউজানের বৃহৎ বাজার পৌর নয় নম্বর ওয়ার্ডের গফুর আলী বোস্তামী প্রকাশ চারাবটতল বাজার পরিদর্শনে দেখা গেছে, খামারি, ব্যাপারী, ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা জাতের গরু-ছাগল হাটে নিয়ে আসছেন। ক্রেতারাও কিনতে শুরু করেছেন তাদের পছন্দের পশু। তবে গত বছরের তুলনায় এ বছর গরু-ছাগলের দাম একটু বেশি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা সাধারণ। ক্রেতারা দাম শুনে বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কিনতে তারা হিমশিম খাচ্ছেন। সাপ্তাহিক এই বাজারে দেখা যায়, মাঝারি আকৃতির একেকটি গরু বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়। বড় আকারের গরু বিক্রি হচ্ছে দেড় থেকে আড়াই লাখ এবং ১০-১৮মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১০-১৫ লাখ টাকায়। পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। একেকটি বড় আকারের খাসি-ছাগল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়।ছোট সাইজের ছাগ বিক্রি হচ্ছে ১০-২০ হাজার টাকায়। গরু কিনতে আসা যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল বলেন, দেশীয় গরু, মহিষ ও ছাগ বিক্রির জন্য বিখ্যাত এই বাজার। প্রতি বছর এ বাজার থেকে কোরবানির পশু নিয়ে থাকি।এ বছরও গরু কিনতে এসেছি। বারাকা এগ্রো ফার্মের মালিক রাউজান উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে জানান,গত কয়েক বছরের তুলনায় এবার গুখাদ্যের দাম অনেক বেশি। তার উপর গাড়ি ভাড়া, কর্মীদের বেতনসহ অনেক খরচ আছে। সেই হিসাবে একটি গরুর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। ফলে এবার গরুর দাম একটু বেশি।গরু বিক্রি করে খুব বেশি লাভ হচ্ছে না।রাউজান পৌর কাউন্সিলর ও বাজার পরিচালক জসিম উদ্দিন চৌধুরী বরেন, এই বাজার রাউজানে বিখ্যাত কোরবানির পশুর হাট। এখানে পাহাড়ের প্রাকৃতিক খাবার নির্ভর গরুর চাহিদা বেশি। ফলে ক্রেকাতা সাধারণ গরু কিনতে আসে এই বাজারে। সমতলে পাহাড়ের লাল ষাঁড় ও বলদ গরুর চাহিদা হওয়ায় এসব গরুর প্রতি নজর বেশি ক্রেতাদের।আগামী শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ বাজারে বেচাকেনা বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট