1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা  মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

রাউজানে জমে উঠেছে মাসব্যাপী তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

রাউজান সরকারি কলেজ মাঠে জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্প মেলা। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। শুরুতেই মেলায় দু”একদিন তেমন একটা দর্শনার্থীর ভীড় দেখা না গেলেও এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। রাউজান সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত মাসব্যাপী এ মেলায় বিকেল হতে না হতেই দর্শনার্থীদের ভীড়ে গমগম করতে থাকে।সন্ধ্যায় নানা রঙের বৈদ্যুতিক আলোয় ঝলমল করে উঠে মেলা প্রাঙ্গণ।মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের দর্শনার্থীরা তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্পের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন। সাধ্যমত কিনছেন নানা ধরনের সৌখিন বস্ত্র ও কুটির শিল্পের পণ্য।এসব স্টলে কুটির শিল্পের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় তাঁতের শাড়ি, নারীদের জন্য থ্রি-পিস, ওড়না, হাতের তৈরি বিভিন্ন ভ্যানিটি ব্যাগ, ইমিটেশন ও কসমেটিক্স সামগ্রীসহ বাচ্চাদের খেলনা কিনতে ক্রেতারা ভীড় করছেন। এছাড়া মেলায় আর্কষণীয় করেছে শিশুদের জন্য তৈরি নাগর দোলা,ঝুলন্ত নৌকা সহ হরেক রকমের দোলনা। এতে আনন্দে মেতে উঠেন শিশু কিশোরেরা।

পরিবার পরিজন নিয়ে মেলা দেখতে আসা দর্শক জাহাঙ্গীর আলম বলেন, রাউজানে তেমন কোন বিনোদনের স্থান নেই। পরিবার পরিজন নিয়ে বের হওয়ার মত কোন পরিবেশ নেই। তাই ছেলে মেয়ে নিয়ে মেলায় ঘুরতে এসেছি।শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে এমন মেলা আয়োজন জরুরী।

আয়োজকরা জানিয়েছেন, গত শুক্রবার মেলায় সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন। এদিনের পর থেকেই বিক্রিও বেড়েছে। মেলা শুরু হয় সকাল থেকে। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চলেছে পণ্য বিক্রি। মেলায় রয়েছে শতাধিক দোকান। এতে নানা বয়সের দর্শনার্থীরা তাদের পছন্দের মতো পণ্য কিনছেন। এতে বিক্রেতারা খুশি মনে বেচাকেনা করছেন।মেলায় যেন কোন ধরনের অপ্রিতিকর কোন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থ্য। সকালে মেলা শুরু থেকে রাতে মেলা শেষ না হওয়া পর্যন্ত সেখানে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন একদল পুলিশ সদস্য।পাশাপাশি মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত মেলার শৃংখলা রক্ষায় নিয়োজিত রয়েছে। মেলা আয়োজক কমিটির আহবায়ক পৌর বিএনপি নেতা সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু জানান, গত ২০ ডিসেম্বর থেকে রাউজান কলেজ মাঠে মাসব্যাপী এই মেলা শুরু হয়েছে। মেলাটিকে অশ্লীলতা, জুয়ামুক্ত করা হয়েছে। এ ছাড়াও রয়েছে পুলিশ নিরাপত্তাসহ একদল স্বেচ্ছাসেবক। মেলায় আসা ক্রেতারা নিরাপত্তার মধ্যে ঘোরাঘুরিসহ কেনাকাটা করছেন। যাতে মেলায় আসা নানা বয়সের দর্শনার্থীদের কোন রকম সমস্যা যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট